এবার ডানহাতের তর্জনী আঙুল মচকে যাওয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মুজিব উর রহমান। আফগানিস্তানের তারকা অফব্রেক বোলারের পরিবর্তে ব্যাটিং শক্তি বাড়াতে হযরতউল্লাহ জাজাইকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি পাপুয়া নিউগিনির বিপক্ষে আফগানিস্তানের জয়ের পর স্কোয়াডে পরিবর্তনের অনুমতি দেয়।
এদিকে মুজিব আঙুলের চোটের কারণে আইপিএলের এবারের মৌসুমে খেলতে পারেননি। উগান্ডার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি খেললেও গ্রুপপর্বের বাকি দুই খেলায় তিনি ছিলেন না। তার বদলে খেলেছিলেন নূর আহমাদ। বাঁহাতি ওপেনিং ব্যাটার জাজাইয়ের দলে আসা আফগানিস্তানের ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করবে।
যদিও তিনি গত ফেব্রুয়ারি থেকে একটিও টি-টুয়েন্টি ম্যাচ খেলেননি। সবশেষ দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকায় টিম ম্যানেজমেন্ট তাকে বিবেচনায় নিয়েছে। বিশ্বকাপ দল ঘোষণার সময় মূল স্কোয়াডে ছিলেন না জাজাই। যদিও ট্রাভেল রিজার্ভ হিসেবে তিনি দলের সঙ্গেই রয়েছেন।
গত ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস। তার উপরে আছেন কেবল অ্যারন ফিঞ্চ। সাবেক অজি অধিনায়ক ২০১৮ সালে জিম্বাবুয়ের সঙ্গে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন। আফগানিস্তান ইতোমধ্যে সুপার এইটে খেলার টিকিট কেটেছে। সোমবার গ্রুপপর্বের শেষ খেলায় তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে মুজিব আঙুলের চোটের কারণে আইপিএলের এবারের মৌসুমে খেলতে পারেননি। উগান্ডার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি খেললেও গ্রুপপর্বের বাকি দুই খেলায় তিনি ছিলেন না। তার বদলে খেলেছিলেন নূর আহমাদ। বাঁহাতি ওপেনিং ব্যাটার জাজাইয়ের দলে আসা আফগানিস্তানের ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করবে।
যদিও তিনি গত ফেব্রুয়ারি থেকে একটিও টি-টুয়েন্টি ম্যাচ খেলেননি। সবশেষ দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকায় টিম ম্যানেজমেন্ট তাকে বিবেচনায় নিয়েছে। বিশ্বকাপ দল ঘোষণার সময় মূল স্কোয়াডে ছিলেন না জাজাই। যদিও ট্রাভেল রিজার্ভ হিসেবে তিনি দলের সঙ্গেই রয়েছেন।
গত ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস। তার উপরে আছেন কেবল অ্যারন ফিঞ্চ। সাবেক অজি অধিনায়ক ২০১৮ সালে জিম্বাবুয়ের সঙ্গে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন। আফগানিস্তান ইতোমধ্যে সুপার এইটে খেলার টিকিট কেটেছে। সোমবার গ্রুপপর্বের শেষ খেলায় তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।