এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যখন ভোটের অধিকারের কথা বলে তখন খুব হাসি পায়। তারাই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। আজ (১৫ জুন) শনিবার গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক লীগ এর উদ্যোগে ৩ মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
এদিকে মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি নষ্ট করে কোনভাবেই শিল্পায়ন করা যাবে না।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সরকারের নেওয়া উদ্যোগের কারণে কৃষি গবেষণার সুফল পাচ্ছে দেশের মানুষ। তবে অবকাঠামো উন্নয়নের কারণে ফসলি জমি যেন নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার তাগিদ দেন তিনি।
যারা নির্বাচনের নামে প্রহসন করেছিলো সেই বিএনপি’র মুখে নির্বাচন নিয়ে কথা শোভা পায়না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু ক্ষমতায় থাকার সময় নয়, আন্দোলনের নামেও বৃক্ষ নিধনসহ কৃষকদের গুলি করে হত্যা করেছিল বিএনপি।
এছাড়াও অনুষ্ঠানে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, নিয়ম মেনে পশু কুরবানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেওয়াজ অনুযায়ী আষাঢ়ের প্রথম দিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগ। বৃক্ষরোপণে দেশের সেরা ২৫জন সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
এরই ধারাবহিকতায় এবারও মৌসুমের প্রথম দিন তিন মাসের বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি নষ্ট করে কোনভাবেই শিল্পায়ন করা যাবে না।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সরকারের নেওয়া উদ্যোগের কারণে কৃষি গবেষণার সুফল পাচ্ছে দেশের মানুষ। তবে অবকাঠামো উন্নয়নের কারণে ফসলি জমি যেন নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার তাগিদ দেন তিনি।
যারা নির্বাচনের নামে প্রহসন করেছিলো সেই বিএনপি’র মুখে নির্বাচন নিয়ে কথা শোভা পায়না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু ক্ষমতায় থাকার সময় নয়, আন্দোলনের নামেও বৃক্ষ নিধনসহ কৃষকদের গুলি করে হত্যা করেছিল বিএনপি।
এছাড়াও অনুষ্ঠানে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, নিয়ম মেনে পশু কুরবানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেওয়াজ অনুযায়ী আষাঢ়ের প্রথম দিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগ। বৃক্ষরোপণে দেশের সেরা ২৫জন সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
এরই ধারাবহিকতায় এবারও মৌসুমের প্রথম দিন তিন মাসের বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।