এবার রাজধানীর মেট্রোরেলে মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেনে এক পকেটমার ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরের দিকে ওই পকেটমারকে ধরেন মেট্রোর যাত্রীরা।
এদিন ঘটনার পর ভোমর ধীমান নামে একজন বিষয়টি নিয়ে ফেসবুক গ্রুপ ‘ট্রাফিক অ্যালার্ট’-এ একটি পোস্ট দেন। তিনি ওই ট্রেনে ছিলেন বলে জানিয়েছেন।
মেট্রোরেলের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মেট্রোলের কাওরান বাজার স্টেশনে থামলে ট্রেন থেকে নামার সময় এক যাত্রীর পকেট মারার সময় হাতেনাতে ধরা পড়েন ওই পকেটমার। তাকে তেজগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।’
উল্লেখ্য, মেট্রোরেলের সবগুলো স্টেশন এবং কোচ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায়। আর মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও অপরাধ দমনে কাজ করে ম্যাস র্যাপিড ট্রানজিট পুলিশ (এমআরটি পুলিশ)।
এদিন ঘটনার পর ভোমর ধীমান নামে একজন বিষয়টি নিয়ে ফেসবুক গ্রুপ ‘ট্রাফিক অ্যালার্ট’-এ একটি পোস্ট দেন। তিনি ওই ট্রেনে ছিলেন বলে জানিয়েছেন।
মেট্রোরেলের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মেট্রোলের কাওরান বাজার স্টেশনে থামলে ট্রেন থেকে নামার সময় এক যাত্রীর পকেট মারার সময় হাতেনাতে ধরা পড়েন ওই পকেটমার। তাকে তেজগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।’
উল্লেখ্য, মেট্রোরেলের সবগুলো স্টেশন এবং কোচ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায়। আর মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও অপরাধ দমনে কাজ করে ম্যাস র্যাপিড ট্রানজিট পুলিশ (এমআরটি পুলিশ)।