এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ৪ রানের হারের দিন নজরে পড়েছেন ম্যাচের দুই আম্পায়ার স্যাম নোগাস্কি এবং রিচার্জ ইলিংওর্থ। এই দুই আম্পায়ারের বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণে অনেকেই আঙুল তুলছে তাদের ওপর। মাহমুদউল্লাহকে দেয়া আউটটিকে তো আম্পায়ারের ভুল সিদ্ধান্তই বলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।
এদিকে বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের কথা। প্রোটিয়া পেসার ওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ের লেগে চলে যায় বাউন্ডারিতে। প্রোটিয়াদের এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। মাহমুদউল্লাহ রিভিউ নিতেও বেশি দেরি করেননি। রিভিউয়ে দেখা যায়, বল চলে যেত লেগ স্টাম্পের বেশ বাইরে দিয়ে।
আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী, আম্পায়ার আউট দেয়ার পর সেই সিদ্ধান্ত রিভিউয়ে বদলে গেলেও কোনো রান যোগ হয় না। ঐ চার রানই বাংলাদেশকে হারিয়েছে। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরেছে শান্তর দল। আম্পায়ারের সেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সকলেই সমালোচনা করছে। নিজের এক্স হ্যান্ডলে ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফরও আম্পায়ারের সিদ্ধান্তটাকে ভুল হিসেবে অভিহিত করেছেন।
এদিকে ওয়াসিম জাফর বলেন, ‘মাহমুদউল্লাহকে ভুলভাবে লেগ বিফোর উইকেট আউট দেয়া হয়েছে। লেগ বাই হয়ে বলটা চার হয়েছিল। ডিআরএসে সিদ্ধান্ত বদলে গেছে। কিন্তু বাংলাদেশ চার রান পায়নি কারণ একবার যখন ব্যাটার আউট দেয়া হয় তখন বল ডেড হয়। যদি এটা ভুলভাবেও হয়। এবং দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৪ রানে জিতেছে। বাংলাদেশের জন্য খারাপ লাগছে।’
ওয়াসিমের পাশাপাশি টাইগার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ও আম্পায়ারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাওহীদ বলেন, 'সত্যি বলতে, সেটি ভালো সিদ্ধান্ত ছিল না। আঁটসাট ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি। আমার মতে… আম্পায়ার আউট দিয়েছেন, তবে আমাদের জন্য কঠিন ছিল। ওই চারটি রান পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। আর কিছু বলার নেই।'
এদিকে বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের কথা। প্রোটিয়া পেসার ওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ের লেগে চলে যায় বাউন্ডারিতে। প্রোটিয়াদের এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। মাহমুদউল্লাহ রিভিউ নিতেও বেশি দেরি করেননি। রিভিউয়ে দেখা যায়, বল চলে যেত লেগ স্টাম্পের বেশ বাইরে দিয়ে।
আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী, আম্পায়ার আউট দেয়ার পর সেই সিদ্ধান্ত রিভিউয়ে বদলে গেলেও কোনো রান যোগ হয় না। ঐ চার রানই বাংলাদেশকে হারিয়েছে। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরেছে শান্তর দল। আম্পায়ারের সেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সকলেই সমালোচনা করছে। নিজের এক্স হ্যান্ডলে ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফরও আম্পায়ারের সিদ্ধান্তটাকে ভুল হিসেবে অভিহিত করেছেন।
এদিকে ওয়াসিম জাফর বলেন, ‘মাহমুদউল্লাহকে ভুলভাবে লেগ বিফোর উইকেট আউট দেয়া হয়েছে। লেগ বাই হয়ে বলটা চার হয়েছিল। ডিআরএসে সিদ্ধান্ত বদলে গেছে। কিন্তু বাংলাদেশ চার রান পায়নি কারণ একবার যখন ব্যাটার আউট দেয়া হয় তখন বল ডেড হয়। যদি এটা ভুলভাবেও হয়। এবং দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৪ রানে জিতেছে। বাংলাদেশের জন্য খারাপ লাগছে।’
ওয়াসিমের পাশাপাশি টাইগার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ও আম্পায়ারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাওহীদ বলেন, 'সত্যি বলতে, সেটি ভালো সিদ্ধান্ত ছিল না। আঁটসাট ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি। আমার মতে… আম্পায়ার আউট দিয়েছেন, তবে আমাদের জন্য কঠিন ছিল। ওই চারটি রান পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। আর কিছু বলার নেই।'