আগেই টেস্ট ও ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব আল হাসান। গত সপ্তাহে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষস্থানও হারাতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়কে। ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছে হারানো জায়গাটা ফিরে বেশিদিন অপেক্ষা করতে হলো না সাকিবকে। ঠিক এক সপ্তাহের মাথায় হারানো সিংহাসন ফিরে পেলেন সাকিব।
এদিকে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান। দুই সপ্তাহ আগে লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন। আর গত সপ্তাহে সাকিবকে পেছনে ফেলে এককভাবে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হন তিনি।
কিন্তু সপ্তাহ পার হতেই ফের সাকিব শীর্ষে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থতার পর দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। আর কোনো ম্যাচ না খেলেই নিজের জায়গা বুঝে পেয়েছেন সাকিব। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন সাকিব।
মাত্র এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে বল হাতে ২২ রানে ২ উইকেট শিকার করলেও ব্যাট হাতে ২ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে গিয়েছিলেন।
অন্যদিকে, ভারতের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচ খেললেও সেটির আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা না থাকায় কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই শীর্ষে ফিরলেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আগামী শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষেই।
এদিকে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান। দুই সপ্তাহ আগে লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন। আর গত সপ্তাহে সাকিবকে পেছনে ফেলে এককভাবে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হন তিনি।
কিন্তু সপ্তাহ পার হতেই ফের সাকিব শীর্ষে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থতার পর দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। আর কোনো ম্যাচ না খেলেই নিজের জায়গা বুঝে পেয়েছেন সাকিব। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন সাকিব।
মাত্র এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে বল হাতে ২২ রানে ২ উইকেট শিকার করলেও ব্যাট হাতে ২ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে গিয়েছিলেন।
অন্যদিকে, ভারতের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচ খেললেও সেটির আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা না থাকায় কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই শীর্ষে ফিরলেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আগামী শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষেই।