সিরিজের এক ম্যাচের হারকে অঘটন বলা যায়। তাই বলে টানা দুই ম্যাচ হার যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে? বাংলাদেশের কী হলো? সমস্যাটা কোথায়? সিরিজ হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসান বললেন, তিনি জানেন না কী কারণে এমন হচ্ছে।
সিরিজ হার নিয়ে সাকিবের কথা, 'অবশ্যই হতাশার। আমরা আশা করিনি। যুক্তরাষ্ট্র দলকে কৃতিত্ব দিতে হয়, তারা যেভাবে খেলেছে।' টপঅর্ডার ব্যাটাররা রান করছেন না। টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যেন মানাতেই পারছেন না তারা। আসলে মূল সমস্যাটা কোথায়?
সাকিবের কাঠখোট্টা কথা, 'আমি বলতে পারব না। এটার জবাব আমার কাছে নেই।' এরপর আরেক প্রশ্নের জবাবে ফের বলেন, 'আমি জানি না। আমি জানলে তো টিমকে বলতাম, রেজাল্ট অন্যরকম হতো।'
এদিকে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টানা দুই ম্যাচ হার কেউই আশা করেননি জানিয়ে সাকিব আরও বলেন, 'হারাটা আমাদের জন্য হতাশাজনক। যে কোনো ম্যাচ হারাই হতাশার। আমরা আশা করিনি। আমার ধারণা, কেউই আশা করেনি আমরা দুটো ম্যাচ হেরে যাব। সেখান থেকে তো অবশ্যই হতাশাজনক আমাদের জন্য।'
এমন পারফরম্যান্সের প্রভাব বিশ্বকাপে পড়তে পারে কিনা? সাকিবের সেই পরিচিত জবাব, 'অবশ্যই পড়তে পারে, আবার নাও পড়তে পারে।'
সিরিজ হার নিয়ে সাকিবের কথা, 'অবশ্যই হতাশার। আমরা আশা করিনি। যুক্তরাষ্ট্র দলকে কৃতিত্ব দিতে হয়, তারা যেভাবে খেলেছে।' টপঅর্ডার ব্যাটাররা রান করছেন না। টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যেন মানাতেই পারছেন না তারা। আসলে মূল সমস্যাটা কোথায়?
সাকিবের কাঠখোট্টা কথা, 'আমি বলতে পারব না। এটার জবাব আমার কাছে নেই।' এরপর আরেক প্রশ্নের জবাবে ফের বলেন, 'আমি জানি না। আমি জানলে তো টিমকে বলতাম, রেজাল্ট অন্যরকম হতো।'
এদিকে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টানা দুই ম্যাচ হার কেউই আশা করেননি জানিয়ে সাকিব আরও বলেন, 'হারাটা আমাদের জন্য হতাশাজনক। যে কোনো ম্যাচ হারাই হতাশার। আমরা আশা করিনি। আমার ধারণা, কেউই আশা করেনি আমরা দুটো ম্যাচ হেরে যাব। সেখান থেকে তো অবশ্যই হতাশাজনক আমাদের জন্য।'
এমন পারফরম্যান্সের প্রভাব বিশ্বকাপে পড়তে পারে কিনা? সাকিবের সেই পরিচিত জবাব, 'অবশ্যই পড়তে পারে, আবার নাও পড়তে পারে।'