এবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনো যোগসাজশ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সোমবার (২০ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অস্টিন বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। কিন্তু এর পেছনে আমাদের কোনো যোগসাজশ নেই। এ ঘটনায় ইরানের তদন্তে কী উঠে আসবে তা দেখার জন্য অপেক্ষা করছি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানি কর্মকর্তাদের মৃত্যু মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না। শুধু তাই নয়, এই মুহূর্তে বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তায়ও ঘটনাটির কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কোনো অনুমান করতে চায় না ওয়াশিংটন।
রোববার আজারবাইজান সীমান্তবর্তী জোলফা এলাকায় ইরানি প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিপ্টারটিতে রইসির সফরসঙ্গী হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ আরও আটজন ছিলেন। সোমবার প্রেসিডেন্ট রইসিসহ সকলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। আজ মঙ্গলবার রইসির জানাজা হওয়ার কথা রয়েছে।
অস্টিন বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। কিন্তু এর পেছনে আমাদের কোনো যোগসাজশ নেই। এ ঘটনায় ইরানের তদন্তে কী উঠে আসবে তা দেখার জন্য অপেক্ষা করছি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানি কর্মকর্তাদের মৃত্যু মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না। শুধু তাই নয়, এই মুহূর্তে বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তায়ও ঘটনাটির কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কোনো অনুমান করতে চায় না ওয়াশিংটন।
রোববার আজারবাইজান সীমান্তবর্তী জোলফা এলাকায় ইরানি প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিপ্টারটিতে রইসির সফরসঙ্গী হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ আরও আটজন ছিলেন। সোমবার প্রেসিডেন্ট রইসিসহ সকলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। আজ মঙ্গলবার রইসির জানাজা হওয়ার কথা রয়েছে।