এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। প্রথম দিন মাঠে নেমেছিলো চারটি দল। এর মধ্যে নিউজিল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র এবং উজবেকিস্তানকে ০-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইসরায়েল।
এদিকে দ্বিতীয় রাউন্ডে আজ মাঠে নামবে মোট আটটি দল। চার ম্যাচে যে আট দল মাঠে নামবে, এর মধ্যে রয়েছে ফেবারিটরাও। স্বাগতিক আর্জেন্টিনা, অন্যতম ফেবারিট ব্রাজিল মাঠে নামবে আজ রাতে।
বাংলাদেশ সময় রাত তিনটায় নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা। সান জুয়ানের এস্টাডিও সান জুয়ান ডেল বেসেন্তেনারিও কোয়ার্টারে ওঠার লড়াই করবে তারা।
অন্যদিকে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় লা প্লাতার এস্টাডিও ইউনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তবে, আজকের দিনের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ইতালি।
লা প্লাতার ম্যারাডোনা স্টেডিয়ামে দু’দলই হবে পরস্পর মুখোমুখি। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। অন্য ম্যাচটিতে রাত সাড়ে ১১টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে স্লোভাকিয়া।
এদিকে দ্বিতীয় রাউন্ডে আজ মাঠে নামবে মোট আটটি দল। চার ম্যাচে যে আট দল মাঠে নামবে, এর মধ্যে রয়েছে ফেবারিটরাও। স্বাগতিক আর্জেন্টিনা, অন্যতম ফেবারিট ব্রাজিল মাঠে নামবে আজ রাতে।
বাংলাদেশ সময় রাত তিনটায় নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা। সান জুয়ানের এস্টাডিও সান জুয়ান ডেল বেসেন্তেনারিও কোয়ার্টারে ওঠার লড়াই করবে তারা।
অন্যদিকে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় লা প্লাতার এস্টাডিও ইউনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তবে, আজকের দিনের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ইতালি।
লা প্লাতার ম্যারাডোনা স্টেডিয়ামে দু’দলই হবে পরস্পর মুখোমুখি। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। অন্য ম্যাচটিতে রাত সাড়ে ১১টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে স্লোভাকিয়া।