এবার বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনের না থাকা অস্বাভাবিক ঘটনা। ব্যক্তিগত পছন্দের কারণে দলে জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডারের, এমন মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তারপরও বাংলাদেশের টিম কম্বিনেশন নিয়ে আশাবাদী তিনি। বিশ্বকাপে স্পিনাররা সুবিধা পাবে বলে ধারণা ফারুক আহমেদের।
এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে দেড় বছর ধরে টাইগারদের জয়ের পাল্লা ভারী। ২২ ম্যাচে ১৬ জয়, সমৃদ্ধ পরিসংখ্যান নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে নাজমুল শান্তর দল। টি-টোয়েন্টি বৈশ্বিক আসর কখনও মিস করেনি বাংলাদেশ। কিন্তু ৮ আসরে কখনও দুয়ের বেশি ম্যাচ জিততে না পারার আক্ষেপ।
সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ এরা যখন দলে একটা কোর খেলোয়াড় হলো। তখন আমাদের যা খেলছে তার চেয়ে অনেক ভালো খেলার কথা ছিল। সিলেকশন পলিসি ও ম্যানেজমেন্টের সমস্যার জন্য আমরা এখন পর্যন্ত একটা প্রতিষ্ঠিত দল হতে পারিনি।
অন্যবারের চেয়ে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আলোচনার জায়গা কম। ফারুক আহমেদের মতে টিম কম্বিনেশন মন্দ নয়। যদিও সাইফউদ্দিনকে বাদ দেয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না সাবেক প্রধান নির্বাচক।
সাবেক প্রধান নির্বাচক আরও বলেন, সাইফউদ্দিনের বাদ পড়াটা একটু অস্বাভাবিক। পারসোনাল লাইকিং-ডিসলাইকিংটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে দল গঠনের ক্ষেত্রে। সে ডিফরেন্ট টাইপের বোলার, ইনজুরি থেকে ফিরে এসেছে এবং নিজেকে প্রমাণ করেছে। প্রধান নির্বাচক যেভাবে বলেছে তার (সাইফউদ্দিন) ডেথ ওভারে যেভাবে ইয়র্কার মারা দরকার সেটা সে পারে নাই তার (লিপু) এই কথাটা হাস্যকর লেগেছে।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশনে স্পিনাররা সুবিধা পাবে বলে ধারণা করছেন ফারুক আহমেদ। মেহেদী মিরাজের পরিবর্তে শেখ মেহেদীকে স্কোয়াডে রাখা ভালো সিদ্ধান্ত বলে দাবি। ফারুক আহমেদ বলেন, আমার ধারণা সিমারদের থেকে স্পিনাররা ভালো করবে। কেননা এটা আন্ডার প্রিপেয়ার উইকেট হতে পারে, উইকেট একটু স্লোর দিকে থাকতে পারে।
এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে দেড় বছর ধরে টাইগারদের জয়ের পাল্লা ভারী। ২২ ম্যাচে ১৬ জয়, সমৃদ্ধ পরিসংখ্যান নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে নাজমুল শান্তর দল। টি-টোয়েন্টি বৈশ্বিক আসর কখনও মিস করেনি বাংলাদেশ। কিন্তু ৮ আসরে কখনও দুয়ের বেশি ম্যাচ জিততে না পারার আক্ষেপ।
সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ এরা যখন দলে একটা কোর খেলোয়াড় হলো। তখন আমাদের যা খেলছে তার চেয়ে অনেক ভালো খেলার কথা ছিল। সিলেকশন পলিসি ও ম্যানেজমেন্টের সমস্যার জন্য আমরা এখন পর্যন্ত একটা প্রতিষ্ঠিত দল হতে পারিনি।
অন্যবারের চেয়ে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আলোচনার জায়গা কম। ফারুক আহমেদের মতে টিম কম্বিনেশন মন্দ নয়। যদিও সাইফউদ্দিনকে বাদ দেয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না সাবেক প্রধান নির্বাচক।
সাবেক প্রধান নির্বাচক আরও বলেন, সাইফউদ্দিনের বাদ পড়াটা একটু অস্বাভাবিক। পারসোনাল লাইকিং-ডিসলাইকিংটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে দল গঠনের ক্ষেত্রে। সে ডিফরেন্ট টাইপের বোলার, ইনজুরি থেকে ফিরে এসেছে এবং নিজেকে প্রমাণ করেছে। প্রধান নির্বাচক যেভাবে বলেছে তার (সাইফউদ্দিন) ডেথ ওভারে যেভাবে ইয়র্কার মারা দরকার সেটা সে পারে নাই তার (লিপু) এই কথাটা হাস্যকর লেগেছে।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশনে স্পিনাররা সুবিধা পাবে বলে ধারণা করছেন ফারুক আহমেদ। মেহেদী মিরাজের পরিবর্তে শেখ মেহেদীকে স্কোয়াডে রাখা ভালো সিদ্ধান্ত বলে দাবি। ফারুক আহমেদ বলেন, আমার ধারণা সিমারদের থেকে স্পিনাররা ভালো করবে। কেননা এটা আন্ডার প্রিপেয়ার উইকেট হতে পারে, উইকেট একটু স্লোর দিকে থাকতে পারে।