এবার সিলেটের রাজপথে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচ্ছন্নতা কাজে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সারথী হলেন তিনি।
গতকাল শুক্রবার (১০ মে) রাত ১১টার দিকে তামিমকে নিয়ে রাজপথে নামেন সিসিক মেয়র। নগরভবনের সামনে থেকে নাগরী চত্ত্বর হয়ে সার্কিট হাউসের সম্মুখ-সুরমাতীর পর্যন্ত পচ্ছিন্নতা অভিযানে অংশ নেন তারা।
এদিকে নগরীকে পরিচ্ছন্ন রাখতে সিসিকের পাশাপাশি নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহবান জানান তামিম। তিনি বলেন, আমরা দেশের বাহিরে গেলে উচ্ছিষ্ট যেকোনো জিনিস বিনে ফেলি। কিন্তু বাংলাদেশে এমন দেখা যায় না। এমন মানসিকতা পরিবর্তন হলে দেশটা পরিষ্কার রাখা সম্ভব।
এ সময় সিলেটে সফর এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করায় তামিম ইকবালকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
গতকাল শুক্রবার (১০ মে) রাত ১১টার দিকে তামিমকে নিয়ে রাজপথে নামেন সিসিক মেয়র। নগরভবনের সামনে থেকে নাগরী চত্ত্বর হয়ে সার্কিট হাউসের সম্মুখ-সুরমাতীর পর্যন্ত পচ্ছিন্নতা অভিযানে অংশ নেন তারা।
এদিকে নগরীকে পরিচ্ছন্ন রাখতে সিসিকের পাশাপাশি নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহবান জানান তামিম। তিনি বলেন, আমরা দেশের বাহিরে গেলে উচ্ছিষ্ট যেকোনো জিনিস বিনে ফেলি। কিন্তু বাংলাদেশে এমন দেখা যায় না। এমন মানসিকতা পরিবর্তন হলে দেশটা পরিষ্কার রাখা সম্ভব।
এ সময় সিলেটে সফর এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করায় তামিম ইকবালকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।