এবার কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে হাজারো চড়ুই পাখি আশ্রয় নিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল রোববার (৫ মে) সন্ধ্যা পর মিঠামইন সদর ইউনিয়ন পরিষদে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, রোববার সন্ধ্যার হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় ইউনিয়ন পরিষদের সামনের কাঁঠাল গাছে বসবাস করা হাজারো চড়ুই পাখি ঝড়ে পড়তে থাকে। এর পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকট শরীফ কামাল গাছ থেকে পড়ে যাওয়া পাখির জন্য নিচে পাটের ছালার চট বিছিয়ে দেন। নিচে পড়ে যাওয়া পাখিগুলো বালতিতে করে ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে নিয়ে আসেন। সেখানে তিনি কিছু পাখির সেবা-শুশ্রুষাও করেন।
এদিকে এলাকাবাসী আতিকুল হক রাজীব জানান, সন্ধ্যার পরে মিঠামইনে অনেক ঝড় হয়েছে। এই ঝড়ে ইউনিয়ন পরিষদের সামনে কাঁঠাল গাছে থাকা চড়ুই পাখিগুলো পড়তে থাকে। চেয়ারম্যান সাহেব এগুলো দেখে পাখিগুলোকে তুলে পরিষদের নিজ কক্ষে এনে আশ্রয় দেন। এমন ভিডিও আমার মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকট শরীফ কামাল জানান, ঝড়ের সময় গাছ থেকে চড়ুই পাখিগুলো পড়তে থাকে এগুলো দেখে অনেক কষ্ট লাগে। তাই গাছের নিচে পাটের ছালার চট বিছিয়ে দেই। যে পাখিগুলো গাছ থেকে পড়ে গেছে তা তুলে এনে পরিষদের আমার বসার কক্ষে আশ্রয় দিয়েছি। কম করে হলেও পাখির সংখ্যা হাজারের মতো হনে। ঝড় কমলে আস্তে আস্তে সে পাখিগুলো উড়ে যাওয়ার ব্যবস্থা করে দেই।
জানা গেছে, রোববার সন্ধ্যার হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় ইউনিয়ন পরিষদের সামনের কাঁঠাল গাছে বসবাস করা হাজারো চড়ুই পাখি ঝড়ে পড়তে থাকে। এর পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকট শরীফ কামাল গাছ থেকে পড়ে যাওয়া পাখির জন্য নিচে পাটের ছালার চট বিছিয়ে দেন। নিচে পড়ে যাওয়া পাখিগুলো বালতিতে করে ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে নিয়ে আসেন। সেখানে তিনি কিছু পাখির সেবা-শুশ্রুষাও করেন।
এদিকে এলাকাবাসী আতিকুল হক রাজীব জানান, সন্ধ্যার পরে মিঠামইনে অনেক ঝড় হয়েছে। এই ঝড়ে ইউনিয়ন পরিষদের সামনে কাঁঠাল গাছে থাকা চড়ুই পাখিগুলো পড়তে থাকে। চেয়ারম্যান সাহেব এগুলো দেখে পাখিগুলোকে তুলে পরিষদের নিজ কক্ষে এনে আশ্রয় দেন। এমন ভিডিও আমার মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকট শরীফ কামাল জানান, ঝড়ের সময় গাছ থেকে চড়ুই পাখিগুলো পড়তে থাকে এগুলো দেখে অনেক কষ্ট লাগে। তাই গাছের নিচে পাটের ছালার চট বিছিয়ে দেই। যে পাখিগুলো গাছ থেকে পড়ে গেছে তা তুলে এনে পরিষদের আমার বসার কক্ষে আশ্রয় দিয়েছি। কম করে হলেও পাখির সংখ্যা হাজারের মতো হনে। ঝড় কমলে আস্তে আস্তে সে পাখিগুলো উড়ে যাওয়ার ব্যবস্থা করে দেই।