এবার মেজর লিগ সকারে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে মহাকাব্যিক এক ম্যাচ জয়ের গল্প লিখেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এক শূন্য গোলে পিছিয়ে থেকেও ৬-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিয়ামি। যার সবকটি গোলে মেসির অবদান রয়েছে।
জয়ের পর আবারও ম্যাচে মেসির এমন পারফরম্যান্স দেখতে পাওয়া কঠিন বলছেন কোচ টাটা মার্টিনো। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ম্যাচে রেকর্ড পাঁচটি অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল করেছেন। এরপর মার্টিনো তার সময়ে মেসির আর্জেন্টিনা ও বার্সেলোনায় এমন প্রত্যাবর্তনের গল্প শুনিয়েছেন।
এদিকে মার্টিনো বলেছেন, ‘ম্যাচে সবার গোল গুরুত্বপূর্ণ, কিন্তু মেসি ঐতিহাসিক কিছু করেছে। যেখানে পাঁচটি অ্যাসিস্ট ও একটি গোল রয়েছে। কিন্তু আমি সুয়ারেজের হ্যাটট্রিক এবং রোজাসের দুই গোল ভুলতে পারব না। রোজাসের প্রথম গোলটি অসাধারণ ছিল। টেকনিক্যাল বিষয়গুলোয় সুয়ারেজের গোলটি আমার প্রিয়।’
তিনি বলেন, ‘বার্সেলোনায় থাকাকালে মেসির সাথে আমার ব্যতিক্রমী কিছু ম্যাচ ছিল। চিলিতে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে আমার আরও একটি ম্যাচের কথা মনে আছে। সে গোল না পেলেও তখনও মাঠের সেরা খেলোয়াড় ছিল। বার্সেলোনার সময় ভ্যালেন্সিয়ার বিপক্ষে এমন একটি ম্যাচের কথা মনে আছে, যেখানে আমরা ০-২ গোলে হেরে যাচ্ছিলাম। তারপর সে গোল করা শুরু করল এবং আমরা ৩-২ গোলে জিতেছিলাম।’
তিনি আরও বলেন, ‘সেভিয়ার বিপক্ষেও এমন একটা ম্যাচ ছিল, যেখানে আমরা ১-০তে হেরে যাচ্ছিলাম। ওই ম্যাচে সে হ্যাটট্রিক করল এবং আমরা ৪-১ জিতেছিলাম। সবসময় এ কথা বলি, এটা এ সময়ে বলা অপ্রয়োজনীয়। কিন্তু সে সবসময় নতুন কিছু করে। ৬-২ গোলের সবকটিতে সম্পৃক্ত থাকার এমন পারফরম্যান্স আবারও দেখতে পাওয়া কঠিন।’
এদিকে মেসি-সুয়ারেজের জুটি সম্পর্কে মার্টিনো বলেছেন, ‘শুধুমাত্র এই ম্যাচেই নয়, সে সবসময় এমন। আজকের ম্যাচে মেসি এবং সুয়ারেজের জুটিটা ভালো কাজ করেছে, পুরনো সময়ের মতো। তারা যদি ম্যাচে একে অপরকে খুঁজে পায়, ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’
জয়ের পর আবারও ম্যাচে মেসির এমন পারফরম্যান্স দেখতে পাওয়া কঠিন বলছেন কোচ টাটা মার্টিনো। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ম্যাচে রেকর্ড পাঁচটি অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল করেছেন। এরপর মার্টিনো তার সময়ে মেসির আর্জেন্টিনা ও বার্সেলোনায় এমন প্রত্যাবর্তনের গল্প শুনিয়েছেন।
এদিকে মার্টিনো বলেছেন, ‘ম্যাচে সবার গোল গুরুত্বপূর্ণ, কিন্তু মেসি ঐতিহাসিক কিছু করেছে। যেখানে পাঁচটি অ্যাসিস্ট ও একটি গোল রয়েছে। কিন্তু আমি সুয়ারেজের হ্যাটট্রিক এবং রোজাসের দুই গোল ভুলতে পারব না। রোজাসের প্রথম গোলটি অসাধারণ ছিল। টেকনিক্যাল বিষয়গুলোয় সুয়ারেজের গোলটি আমার প্রিয়।’
তিনি বলেন, ‘বার্সেলোনায় থাকাকালে মেসির সাথে আমার ব্যতিক্রমী কিছু ম্যাচ ছিল। চিলিতে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে আমার আরও একটি ম্যাচের কথা মনে আছে। সে গোল না পেলেও তখনও মাঠের সেরা খেলোয়াড় ছিল। বার্সেলোনার সময় ভ্যালেন্সিয়ার বিপক্ষে এমন একটি ম্যাচের কথা মনে আছে, যেখানে আমরা ০-২ গোলে হেরে যাচ্ছিলাম। তারপর সে গোল করা শুরু করল এবং আমরা ৩-২ গোলে জিতেছিলাম।’
তিনি আরও বলেন, ‘সেভিয়ার বিপক্ষেও এমন একটা ম্যাচ ছিল, যেখানে আমরা ১-০তে হেরে যাচ্ছিলাম। ওই ম্যাচে সে হ্যাটট্রিক করল এবং আমরা ৪-১ জিতেছিলাম। সবসময় এ কথা বলি, এটা এ সময়ে বলা অপ্রয়োজনীয়। কিন্তু সে সবসময় নতুন কিছু করে। ৬-২ গোলের সবকটিতে সম্পৃক্ত থাকার এমন পারফরম্যান্স আবারও দেখতে পাওয়া কঠিন।’
এদিকে মেসি-সুয়ারেজের জুটি সম্পর্কে মার্টিনো বলেছেন, ‘শুধুমাত্র এই ম্যাচেই নয়, সে সবসময় এমন। আজকের ম্যাচে মেসি এবং সুয়ারেজের জুটিটা ভালো কাজ করেছে, পুরনো সময়ের মতো। তারা যদি ম্যাচে একে অপরকে খুঁজে পায়, ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’