এবার নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল সাউথ আফ্রিকা। মঙ্গলবার এইডেন মার্করামকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দেয়া হয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন আনরিখ নরকিয়া।
এছাড়াও এসএ টি-টোয়েন্টিতে অসাধারণ পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রায়ান রিকেলটন এবং ওটনিল বার্টম্যান। ট্রাভেলিং রিজার্ভস হিসেবে দলের সাথে থাকবেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি।
সাউথ আফ্রিকার বিশ্বকাপ দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, ফরচুন বিজন, রিজা হ্যান্ডরিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।
এছাড়াও এসএ টি-টোয়েন্টিতে অসাধারণ পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রায়ান রিকেলটন এবং ওটনিল বার্টম্যান। ট্রাভেলিং রিজার্ভস হিসেবে দলের সাথে থাকবেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি।
সাউথ আফ্রিকার বিশ্বকাপ দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, ফরচুন বিজন, রিজা হ্যান্ডরিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।