স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন কমিশন থেকে ঘোষিত অনিবন্ধিত সংগঠন জামায়াতে ইসলামী। তাই কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে। আজ মঙ্গলবার (৩০ মে) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সোমবার দলটির চারনেতাকে আটকের পর ছেড়ে দেয়ার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিরোধী দলগুলো দেশে উত্তেজনা তৈরির লক্ষ্যেই উস্কানীমূলক পরিস্থিতি করতে চাইছে। বিরোধী দলগুলো বিভিন্ন সভা-সমাবেশ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের কর্মসূচি পালন করছে। সরকার বাধা দিচ্ছে না বরং বিএনপি সভা-সমাবেশ শেষে আওয়ামী লীগ অফিসে হামলা করছে। নির্বাচন ঘনিয়ে আসার কারণে বিভিন্ন রাজনৈতিক দল উত্তেজনা তৈরির চেষ্টা করছে।
কেরানীগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে কোনো বাধা দেয়নি পুলিশ। তারপরও তারা সমাবেশে যাওয়ার সময় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উসকানিমূলক স্লোগান দেওয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়। আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে।
সোমবার দলটির চারনেতাকে আটকের পর ছেড়ে দেয়ার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিরোধী দলগুলো দেশে উত্তেজনা তৈরির লক্ষ্যেই উস্কানীমূলক পরিস্থিতি করতে চাইছে। বিরোধী দলগুলো বিভিন্ন সভা-সমাবেশ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের কর্মসূচি পালন করছে। সরকার বাধা দিচ্ছে না বরং বিএনপি সভা-সমাবেশ শেষে আওয়ামী লীগ অফিসে হামলা করছে। নির্বাচন ঘনিয়ে আসার কারণে বিভিন্ন রাজনৈতিক দল উত্তেজনা তৈরির চেষ্টা করছে।
কেরানীগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে কোনো বাধা দেয়নি পুলিশ। তারপরও তারা সমাবেশে যাওয়ার সময় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উসকানিমূলক স্লোগান দেওয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়। আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে।