এবার জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে বুয়েট শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করেন তারা।
এদিকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘জঙ্গিবাদের কোনো রাজনীতি আমরা বুয়েটে চাই না। সিসিটিভি ফুটেজে বুয়েট ক্যম্পাসে হিজবুত তাহরির যেসব সদস্যকে দেখা গেছে বলে দাবি করা হয়; যদি তারা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়, দ্রত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
তারা বলেন, ‘যদি তারা বহিরাগত হয়, তবে তারা কীভাবে ক্যাম্পাসে ঢুকল প্রশাসনকে তা পরিষ্কার করতে হবে।’ শিক্ষার্থীরা বলেন, ‘পর্দার আড়ালের অপরাজনীতি আমরা চাই না। গোপনে যারা অপরাজনীতির তৎপরতা চালাচ্ছে, যেসব শিক্ষার্থী উসকানি দিচ্ছে; তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
এ সময় নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এর আগে যেসব অভিযোগ জানানো হয়েছে, আজ অবধি প্রশাসন থেকে সেগুলোর কোনো জবাব পাওয়া যায়নি।
এদিকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘জঙ্গিবাদের কোনো রাজনীতি আমরা বুয়েটে চাই না। সিসিটিভি ফুটেজে বুয়েট ক্যম্পাসে হিজবুত তাহরির যেসব সদস্যকে দেখা গেছে বলে দাবি করা হয়; যদি তারা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়, দ্রত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
তারা বলেন, ‘যদি তারা বহিরাগত হয়, তবে তারা কীভাবে ক্যাম্পাসে ঢুকল প্রশাসনকে তা পরিষ্কার করতে হবে।’ শিক্ষার্থীরা বলেন, ‘পর্দার আড়ালের অপরাজনীতি আমরা চাই না। গোপনে যারা অপরাজনীতির তৎপরতা চালাচ্ছে, যেসব শিক্ষার্থী উসকানি দিচ্ছে; তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
এ সময় নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এর আগে যেসব অভিযোগ জানানো হয়েছে, আজ অবধি প্রশাসন থেকে সেগুলোর কোনো জবাব পাওয়া যায়নি।