লালমনিরহাটের কালীগঞ্জে হিটস্ট্রোকে এক পত্রিকা বিক্রেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চামটাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাসেদুল ইসলাম পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ক্ষুব্ধ বিছনদই এলাকার বদর উদ্দিনের ছেলে।
এদিকে স্থানীয়রা জানান, রাসেদুল দুপুরে চামটারহাট একটি ভাতের হোটেল থেকে দুপুরের খাবার শেষে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরে তিনি মারা যান। স্থানীয়রা ধারণা করছেন, রাশেদুল অতিরিক্ত গরমে ‘হিটস্ট্রোক’ করে মারা গেছেন।
মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানাতে পারবো।
জানা যায়, রাসেদুল ইসলাম পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ক্ষুব্ধ বিছনদই এলাকার বদর উদ্দিনের ছেলে।
এদিকে স্থানীয়রা জানান, রাসেদুল দুপুরে চামটারহাট একটি ভাতের হোটেল থেকে দুপুরের খাবার শেষে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরে তিনি মারা যান। স্থানীয়রা ধারণা করছেন, রাশেদুল অতিরিক্ত গরমে ‘হিটস্ট্রোক’ করে মারা গেছেন।
মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানাতে পারবো।