দেশে বিদ্যুতের দাম আপাতত বাড়াতে চায় না সরকার। সেজন্য এ খাতে অতিরিক্ত কর কমাতে এনবিআরকে প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ঘোষিত হতে যাওয়া নতুন অর্থ বছরের বাজেটে এর প্রতিফলন থাকতে পারে বলে আশাবাদী বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ সোমবার ২৯ মে বিকেলে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন ধৈর্য ধরতে এ সময় আহ্বান জানান নসরুল হামিদ।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি সবখানেই খারাপ। ধৈর্য ধরতে হবে। কয়লার ব্যবস্থা হচ্ছে। তবে কিছুটা সময় লাগবে। অনুষ্ঠানে ভর্তুকির অর্থ পরিশোধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আজ সোমবার ২৯ মে বিকেলে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন ধৈর্য ধরতে এ সময় আহ্বান জানান নসরুল হামিদ।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি সবখানেই খারাপ। ধৈর্য ধরতে হবে। কয়লার ব্যবস্থা হচ্ছে। তবে কিছুটা সময় লাগবে। অনুষ্ঠানে ভর্তুকির অর্থ পরিশোধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।