এবার আল-কুদস বা মসজিদুল আকসা নিয়ে আশার কথা শুনিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হুসাইন খামেনি। রবিবার (১৪ এপ্রিল) এক এক্সবার্তায় তিনি বলেন, ‘পবিত্র আল-কুদস মুসলমানদের হাতেই থাকবে। অচিরেই মুসলিম বিশ্ব ফিলিস্তিনের মুক্তি উদযাপন করবে।’
এদিকে তিনি হিব্রু ভাষায় একটি ছবির ক্যাপশনে ওই এক্স বার্তাটি লিখেছেন। জেরুজালেমের টেম্পল মাউন্টের উপর আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ফুটেজের উপর ইরানের সর্বোচ্চ নেতা ওই ক্যাপশনটি লেখেন।
শনিবার ইসরায়েলে ইরানের ঐতিহাসিক হামলার পর তিনি ওই টুইটটি করেন। ওই হামলায় ইরান থেকে প্রায় ৩৫০টি ড্রোন এবং মিসাইল ছোড়া হয়। এর আগে জানুয়ারিতে আয়াতুল্লাহ খামেনি হিব্রু ভাষায় গাজা যুদ্ধের কথা উল্লেখ করে বলেছিলেন, ‘জায়নবাদী সত্তার অপরাধ ভুলে যাওয়া হবে না।
এদিকে পৃথিবীর বুক থেকে এই সত্তা একদিন নিখোঁজ হয়ে যাবে। কেবল ইতিহাসের পাতায় থাকবে তাদের এই অপরাধ এবং হাজার হাজার হত্যাকাণ্ডের আখ্যান।’ সূত্র : জেরুজালেম পোস্ট
এদিকে তিনি হিব্রু ভাষায় একটি ছবির ক্যাপশনে ওই এক্স বার্তাটি লিখেছেন। জেরুজালেমের টেম্পল মাউন্টের উপর আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ফুটেজের উপর ইরানের সর্বোচ্চ নেতা ওই ক্যাপশনটি লেখেন।
শনিবার ইসরায়েলে ইরানের ঐতিহাসিক হামলার পর তিনি ওই টুইটটি করেন। ওই হামলায় ইরান থেকে প্রায় ৩৫০টি ড্রোন এবং মিসাইল ছোড়া হয়। এর আগে জানুয়ারিতে আয়াতুল্লাহ খামেনি হিব্রু ভাষায় গাজা যুদ্ধের কথা উল্লেখ করে বলেছিলেন, ‘জায়নবাদী সত্তার অপরাধ ভুলে যাওয়া হবে না।
এদিকে পৃথিবীর বুক থেকে এই সত্তা একদিন নিখোঁজ হয়ে যাবে। কেবল ইতিহাসের পাতায় থাকবে তাদের এই অপরাধ এবং হাজার হাজার হত্যাকাণ্ডের আখ্যান।’ সূত্র : জেরুজালেম পোস্ট