চলতি আইপিএলের সব থেকে সফল দুই দলের লড়াইয়ে জয়ের দেখা পেয়েছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস। রোববার (১৪ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের মুম্বাইকে হারায় তারা। এদিন বল হাতে খরুচে বোলিং করলেও ম্যাচে দুর্দান্ত এক ক্যাচ নেন ফিজ।
বাঁহাতি এই পেসারের অবিশ্বাস্য সেই ক্যাচের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। চেন্নাইয়ের বিপক্ষে ক্রিজে এসে পাথিরানার ওভারে প্রথম বলটি ডট দেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় বলে খেলেন আপার-কাট। থার্ডম্যান অঞ্চলে সীমানার কাছে দাঁড়িয়ে সেটি লুফে নেন ফিজ।
কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার দড়ির বাইরের দিকে হেলে পড়ায় বল উপরের দিকে ভাসিয়ে দেন তিনি। সীমানার বাইরে চলে যাওয়া মুস্তাফিজ দ্রুত মাঠে ঢুকে আবার সেই ক্যাচ ধরেন। আর তাতেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয় টি-টোয়েন্টির নম্বর ওয়ান ব্যাটারকে।
এদিকে মুস্তাফিজের এমন দুর্দান্ত ক্যাচ হয়েছে ম্যাচের সেরা ক্যাচ। যার জন্য ম্যাচ শেষে মুস্তাফিজ পেয়েছেন ভারতীয় ১ লাখ রুপি, বাংলাদেশের অর্থমূল্যে যা ১ লাখ ৩১ হাজার টাকারও বেশি ।
দারুণ ক্যাচ ছাড়াও এ ম্যাচে ৪ ওভারে ৫৫ রান দিয়ে মুস্তাফিজ নেন টিম ডেভিডের উইকেট। চেন্নাই জিতে ২০ রানের ব্যবধানে। তাদের ৪ উইকেটে ২০৬ রানের জবাবে ৬ উইকেটে ১৮৬ রান করতে সমর্থ হয় মুম্বাই। মুম্বাইয়ের হয়ে শতক করেন রোহিত শর্মা।
বাঁহাতি এই পেসারের অবিশ্বাস্য সেই ক্যাচের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। চেন্নাইয়ের বিপক্ষে ক্রিজে এসে পাথিরানার ওভারে প্রথম বলটি ডট দেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় বলে খেলেন আপার-কাট। থার্ডম্যান অঞ্চলে সীমানার কাছে দাঁড়িয়ে সেটি লুফে নেন ফিজ।
কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার দড়ির বাইরের দিকে হেলে পড়ায় বল উপরের দিকে ভাসিয়ে দেন তিনি। সীমানার বাইরে চলে যাওয়া মুস্তাফিজ দ্রুত মাঠে ঢুকে আবার সেই ক্যাচ ধরেন। আর তাতেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয় টি-টোয়েন্টির নম্বর ওয়ান ব্যাটারকে।
এদিকে মুস্তাফিজের এমন দুর্দান্ত ক্যাচ হয়েছে ম্যাচের সেরা ক্যাচ। যার জন্য ম্যাচ শেষে মুস্তাফিজ পেয়েছেন ভারতীয় ১ লাখ রুপি, বাংলাদেশের অর্থমূল্যে যা ১ লাখ ৩১ হাজার টাকারও বেশি ।
দারুণ ক্যাচ ছাড়াও এ ম্যাচে ৪ ওভারে ৫৫ রান দিয়ে মুস্তাফিজ নেন টিম ডেভিডের উইকেট। চেন্নাই জিতে ২০ রানের ব্যবধানে। তাদের ৪ উইকেটে ২০৬ রানের জবাবে ৬ উইকেটে ১৮৬ রান করতে সমর্থ হয় মুম্বাই। মুম্বাইয়ের হয়ে শতক করেন রোহিত শর্মা।