গত ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারতের বিরুদ্ধে পিচ এবং বল পরিবর্তনের সঙ্গে টস নিয়েও জালিয়াতির অভিযোগ উঠেছিল। যে অভিযোগগুলো এসেছিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখতের পক্ষ থেকে। যদিও এগুলো ধোপে টেকেটি। কারণ তার প্রতিটি কথার জবাব দিয়েছিলেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
এদিকে ওয়াসিম আকরামের জবাবের পর বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়। তবে এবার অভিযোগ উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টস জালিয়াতির। ঘটনাটি দু’দিন আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গারুর ম্যাচের। যে ম্যাচটিতে শেষ পর্যন্ত মুম্বাই জয় নিয়ে মাঠ ছাড়ে।
সম্প্রতি সেদিনের ম্যাচের টসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া একটু দূরে কয়েনটি ফেলেন। ম্যাচ রেফারি কয়েনটি দেখে জয়ী দলের নাম ঘোষণা করেন। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ যখন হার্দিকের নাম ঘোষণা করেন তার আগে তাকে মুদ্রা উল্টোতে দেখা যায়।
আর শ্রীনাথের সেই কথায় সায় দেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিসও। এই ঘটনাকেই টস টেম্পারিং বলছেন দর্শকরা। টস নিয়ে বেঙ্গালুরু অধিনায়ক ডু প্লেসিসের কোনো আপত্তি না থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর ‘টস টেম্পারিংয়ের’ অভিযোগ তুলেছে নেটিজেনরা।
ভিডিও পোস্ট করে এক নেটিজেন ক্যাপশনে চারটি হাসির ইমোজি দিয়ে লিখেছে, ‘কী!’ আরেক নেটিজেন আরও পরিষ্কার এক ভিডিও দিয়ে লিখেছে, ‘টসের পরিষ্কার ভিডিও...যদি কারও সন্দেহ থাকে, তাহলে তার চোখের বা মানসিক হাসপাতালে যাওয়া উচিত।’
এদিকে মুম্বাইয়ে সেদিন টসের সঙ্গে ম্যাচও জিতে মুম্বাই। বেঙ্গালুরুর দেয়া ১৯৭ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে মুম্বাই। ম্যাচে মুম্বাইয়ের জসপ্রিত বুমরাহ ৫ উইকেট তুলে নেন। সূত্র: এনডিটিভি
এদিকে ওয়াসিম আকরামের জবাবের পর বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়। তবে এবার অভিযোগ উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টস জালিয়াতির। ঘটনাটি দু’দিন আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গারুর ম্যাচের। যে ম্যাচটিতে শেষ পর্যন্ত মুম্বাই জয় নিয়ে মাঠ ছাড়ে।
সম্প্রতি সেদিনের ম্যাচের টসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া একটু দূরে কয়েনটি ফেলেন। ম্যাচ রেফারি কয়েনটি দেখে জয়ী দলের নাম ঘোষণা করেন। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ যখন হার্দিকের নাম ঘোষণা করেন তার আগে তাকে মুদ্রা উল্টোতে দেখা যায়।
আর শ্রীনাথের সেই কথায় সায় দেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিসও। এই ঘটনাকেই টস টেম্পারিং বলছেন দর্শকরা। টস নিয়ে বেঙ্গালুরু অধিনায়ক ডু প্লেসিসের কোনো আপত্তি না থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর ‘টস টেম্পারিংয়ের’ অভিযোগ তুলেছে নেটিজেনরা।
ভিডিও পোস্ট করে এক নেটিজেন ক্যাপশনে চারটি হাসির ইমোজি দিয়ে লিখেছে, ‘কী!’ আরেক নেটিজেন আরও পরিষ্কার এক ভিডিও দিয়ে লিখেছে, ‘টসের পরিষ্কার ভিডিও...যদি কারও সন্দেহ থাকে, তাহলে তার চোখের বা মানসিক হাসপাতালে যাওয়া উচিত।’
এদিকে মুম্বাইয়ে সেদিন টসের সঙ্গে ম্যাচও জিতে মুম্বাই। বেঙ্গালুরুর দেয়া ১৯৭ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে মুম্বাই। ম্যাচে মুম্বাইয়ের জসপ্রিত বুমরাহ ৫ উইকেট তুলে নেন। সূত্র: এনডিটিভি