এবার কি দারুণ ফর্মেই না ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো! সৌদি প্রো লিগে আগের ম্যাচে দামাকের বিপক্ষে গোল না পেলেও এর আগের দুই ম্যাচেই করেছিলেন গোলের হ্যাটট্রিক। আল হিলালের বিপক্ষে হঠাৎই যেন ছন্দপতন।
সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসরকে তো ফাইনালে তুলতে পারেনইনি, উল্টো মেজাজ হারিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। সুপার কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে আল হিলালের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আল নাসর।
এদিকে ম্যাচের তখন ৮৫ মিনিটের খেলা চলছিল। বল সাইডলাইনের বাইরে চলে গেলে সেটি কুড়িয়ে আনতে যান আল হিলালের আলী আলবুলাইহি। তবে তাকে সুযোগ না দিয়ে ছুটে গিয়ে বল নিয়ে নেন রোনালদো। আল হিলালের এই ডিফেন্ডার রোনালদোর গতি রোধ করতে চাইলে কনুই দিয়ে তাকে আঘাত করেন পর্তুগিজ মহাতারকা।
সাথে সাথেই মাঠে শুয়ে পড়েন আলবুলাইহি। দুই পক্ষের খেলোয়াড়েরা সেখানে ছুটে আসলে বাগ্বিতণ্ডার মধ্যেই রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। সিদ্ধান্ত মানতে না পেরে ঘুষি মারার ভঙ্গিতে রেফারির প্রতি ক্ষোভ ঝাড়েন সিআরসেভেন।
এরপর রেফারিকে কটাক্ষ করে আর্মব্যান্ড খুলে বেড়িয়ে যান মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় আল হিলাল সমর্থকরা ‘মেসি’ ‘মেসি’ বলে চিৎকার করতে থাকে। লাল কার্ড দেখার আগেই অবশ্য ২-১ গোলে পিছিয়ে ছিল আল নাসর। একেবারে শেষ মুহূর্তে এক গোল পরিশোধ করেন সাদিও মানে। আগামী ১১ এপ্রিলের ফাইনালে আল হিলালের প্রতিপক্ষ আল ইত্তিহাদ।
সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসরকে তো ফাইনালে তুলতে পারেনইনি, উল্টো মেজাজ হারিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। সুপার কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে আল হিলালের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আল নাসর।
এদিকে ম্যাচের তখন ৮৫ মিনিটের খেলা চলছিল। বল সাইডলাইনের বাইরে চলে গেলে সেটি কুড়িয়ে আনতে যান আল হিলালের আলী আলবুলাইহি। তবে তাকে সুযোগ না দিয়ে ছুটে গিয়ে বল নিয়ে নেন রোনালদো। আল হিলালের এই ডিফেন্ডার রোনালদোর গতি রোধ করতে চাইলে কনুই দিয়ে তাকে আঘাত করেন পর্তুগিজ মহাতারকা।
সাথে সাথেই মাঠে শুয়ে পড়েন আলবুলাইহি। দুই পক্ষের খেলোয়াড়েরা সেখানে ছুটে আসলে বাগ্বিতণ্ডার মধ্যেই রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। সিদ্ধান্ত মানতে না পেরে ঘুষি মারার ভঙ্গিতে রেফারির প্রতি ক্ষোভ ঝাড়েন সিআরসেভেন।
এরপর রেফারিকে কটাক্ষ করে আর্মব্যান্ড খুলে বেড়িয়ে যান মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় আল হিলাল সমর্থকরা ‘মেসি’ ‘মেসি’ বলে চিৎকার করতে থাকে। লাল কার্ড দেখার আগেই অবশ্য ২-১ গোলে পিছিয়ে ছিল আল নাসর। একেবারে শেষ মুহূর্তে এক গোল পরিশোধ করেন সাদিও মানে। আগামী ১১ এপ্রিলের ফাইনালে আল হিলালের প্রতিপক্ষ আল ইত্তিহাদ।