এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাফনের কাপড় পাঠিয়ে ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া হত্যার হুমকি দেয়া হয়েছে।
গতকাল রবিবার ৩১ মার্চ সকালে গোদনাইল বার্মাশীলে তার বাসার সামনে হুমকি দিয়ে কে বা কারা কাফনের কাপড়, সাবান, আতর, আগরবাতি, ব্লেড, গোলাপজলসহ মৃত্যু পরবর্তী জিনিসপত্র রেখে গেছে। বাসার সামনে রেখে যাওয়া কাফনের প্যাকেটে লেখা রয়েছে, ‘অকিল তুই দুনিয়া থেকে বাহির হ, এই লও, প্রস্তুত থাক’।
এদিকে অকিল উদ্দিন ভূঁইয়া জানায়, গোদনাইল বার্মা ইস্টার্ন এলাকায় পদ্মা অয়েল কোম্পানির ডিপো থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ হাজার লিটার ধারণ ক্ষমতার ১২৭টি ট্যাংক-লরির মাধ্যমে বিমানের তেল পরিবহণ করা হয়।
কিন্তু ১৫ জনের প্রভাবশালী একটি চক্র ১২৭টি ট্যাংক-লরিকে বন্ধ করে ১৮ হাজার থেকে ২০ হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংক-লরি দিয়ে বিমানের তেল পরিবহণের চেষ্টা করছে। এতে ১২৭টি ট্যাংক-লরি মালিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।
শনিবার এ ব্যাপারে সমিতির এক সভায় ও সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমি বলেছিলাম- এতে সাধারণ পরিবহণ ব্যবসায়ী, ড্রাইভার ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে সভায় ওই চক্রের কয়েকজন ক্ষুব্ধ হয়। ওই চক্রটি আমাকে কাফনের কাপড়সহ চিরকুট দিয়ে হুমকি দিতে পারে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-১৭৯৭। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক এ বিষয়ে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে জেনে দেখছি।
গতকাল রবিবার ৩১ মার্চ সকালে গোদনাইল বার্মাশীলে তার বাসার সামনে হুমকি দিয়ে কে বা কারা কাফনের কাপড়, সাবান, আতর, আগরবাতি, ব্লেড, গোলাপজলসহ মৃত্যু পরবর্তী জিনিসপত্র রেখে গেছে। বাসার সামনে রেখে যাওয়া কাফনের প্যাকেটে লেখা রয়েছে, ‘অকিল তুই দুনিয়া থেকে বাহির হ, এই লও, প্রস্তুত থাক’।
এদিকে অকিল উদ্দিন ভূঁইয়া জানায়, গোদনাইল বার্মা ইস্টার্ন এলাকায় পদ্মা অয়েল কোম্পানির ডিপো থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ হাজার লিটার ধারণ ক্ষমতার ১২৭টি ট্যাংক-লরির মাধ্যমে বিমানের তেল পরিবহণ করা হয়।
কিন্তু ১৫ জনের প্রভাবশালী একটি চক্র ১২৭টি ট্যাংক-লরিকে বন্ধ করে ১৮ হাজার থেকে ২০ হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংক-লরি দিয়ে বিমানের তেল পরিবহণের চেষ্টা করছে। এতে ১২৭টি ট্যাংক-লরি মালিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।
শনিবার এ ব্যাপারে সমিতির এক সভায় ও সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমি বলেছিলাম- এতে সাধারণ পরিবহণ ব্যবসায়ী, ড্রাইভার ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে সভায় ওই চক্রের কয়েকজন ক্ষুব্ধ হয়। ওই চক্রটি আমাকে কাফনের কাপড়সহ চিরকুট দিয়ে হুমকি দিতে পারে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-১৭৯৭। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক এ বিষয়ে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে জেনে দেখছি।