এবার ব্যাট হাতে ভালো করতে পারছেন না, চারদিকে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলমান। চট্টগ্রামে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে লিটন দাস যে ভীষণ চাপে থাকবেন, এটা সম্ভবত না বললেও চলে।
এদিকে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক পেয়ে আউট হয়েছেন লিটন। রান না পাওয়ার চেয়েও দলের চাপের মুহূর্তে লিটনের আউটের ধরনই বেশি সমালোচিত হচ্ছে। এমনকি লিটনকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। তবে লিটন চট্টগ্রাম টেস্টে পাশে পাচ্ছেন টিম ম্যানেজম্যান্টকে।
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ব্যক্তিগত কারণে চট্টগ্রাম টেস্টে থাকছেন না। তার পরিবর্তে হেড কোচের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ নিক পোথাস। আজ চট্টগ্রামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন পোথাস। সেখানে উঠে এসেছিল লিটন দাসের প্রসঙ্গ।
এদিকে অফ ফর্মে থাকা লিটন যে পোথাসকে পাশে পাচ্ছেন তা প্রশ্নের উত্তরেই স্পষ্ট। সংবাদ সম্মেলনে পোথাস বলেছেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, লিটন ভালো জায়গায় আছে। সমস্যা হলো লিটনের ওপর চাপটা আসে বাইরে থেকে। আমি মনে করি আমরা যদি লিটনকে লিটনের মতো করে ছেড়ে দিই, সে আপনাকে তার সেরাটা দেখাবে।’
লিটনের ওপর চাপটা বাইরে থেকে কীভাবে আসে, সেই ব্যাখ্যাও দিয়েছেন পোথাস, ‘মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তার ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা ভুলে যাই যে এই ছেলেরা খুব ভালো ক্রিকেটার এবং তারাও মানুষ।’
এদিকে পোথাস সবাইকে লিটনের মাত্রাছাড়া সমালোচনা থেকে বিরত থাকতে বলেছেন, ‘আমরা যদি তাদের সঙ্গে মানুষের মতো আচরণ করি এবং তাকে (লিটন) তার জন্য সবচেয়ে ভালো কাজ করার সুযোগ করে দিই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সে আপনাকে সেরাটাই দেখাবে।’
এদিকে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক পেয়ে আউট হয়েছেন লিটন। রান না পাওয়ার চেয়েও দলের চাপের মুহূর্তে লিটনের আউটের ধরনই বেশি সমালোচিত হচ্ছে। এমনকি লিটনকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। তবে লিটন চট্টগ্রাম টেস্টে পাশে পাচ্ছেন টিম ম্যানেজম্যান্টকে।
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ব্যক্তিগত কারণে চট্টগ্রাম টেস্টে থাকছেন না। তার পরিবর্তে হেড কোচের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ নিক পোথাস। আজ চট্টগ্রামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন পোথাস। সেখানে উঠে এসেছিল লিটন দাসের প্রসঙ্গ।
এদিকে অফ ফর্মে থাকা লিটন যে পোথাসকে পাশে পাচ্ছেন তা প্রশ্নের উত্তরেই স্পষ্ট। সংবাদ সম্মেলনে পোথাস বলেছেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, লিটন ভালো জায়গায় আছে। সমস্যা হলো লিটনের ওপর চাপটা আসে বাইরে থেকে। আমি মনে করি আমরা যদি লিটনকে লিটনের মতো করে ছেড়ে দিই, সে আপনাকে তার সেরাটা দেখাবে।’
লিটনের ওপর চাপটা বাইরে থেকে কীভাবে আসে, সেই ব্যাখ্যাও দিয়েছেন পোথাস, ‘মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তার ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা ভুলে যাই যে এই ছেলেরা খুব ভালো ক্রিকেটার এবং তারাও মানুষ।’
এদিকে পোথাস সবাইকে লিটনের মাত্রাছাড়া সমালোচনা থেকে বিরত থাকতে বলেছেন, ‘আমরা যদি তাদের সঙ্গে মানুষের মতো আচরণ করি এবং তাকে (লিটন) তার জন্য সবচেয়ে ভালো কাজ করার সুযোগ করে দিই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সে আপনাকে সেরাটাই দেখাবে।’