এবার দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশটির লিম্পোপো প্রদেশে ঘটে এই দুর্ঘটনা। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে দেশটির পরিবহন দফতর জানায়, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর নিরাপত্তা বেষ্টনিতে আঘাত হানে। পরে বাসটি সেতু থেকে ছিটকে খাদে পড়ে যায়।
আর তাতেই বাসে আগুন ধরে যায়। বেশকিছু মরদেহ পুড়ে গেছে। এখনও অনেক মরদেহ আটকে আছে বাসের ধ্বংসাবশেষের ভেতর।
আফ্রিকার দেশ বতসোয়ানা থেকে বাসটি লিম্পোপোর মোরিয়া শহরে যাচ্ছিলো। পরে চালক নিয়ন্ত্রণ হারালে মামাতলাকালা পর্বতের কাছে একটি খাদে গিয়ে পড়ে।
এই দুর্ঘটনায় কেবল একটি শিশু বেঁচে আছে। গুরুতর আহত ওই শিশু বর্তমানে চিকিৎসাধীন।