এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেক রাঙালেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমানের ভবিষ্যৎ বেশি দিনের জন্য নয়। জিম্বাবুয়ে সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্পে থাকার নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড। ইনজুরির কথা মাথায় রেখে জিম্বাবুয়ে সিরিজের পর মুস্তাফিজকে আইপিএলের বাকি ম্যাচগুলো খেলতে না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।
এদিএক চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে ফিজের পারফরম্যান্স বলে দিচ্ছে দলের বোলিং বিভাগে তার গুরুত্ব কতটা। ধারাবাহিকতা থাকলে, এই মৌসুমে সিএসকে-র ভাগ্য নির্ধারণে তুরুপের তাস হতে পারেন এই কাটার মাস্টার।
তবে কি পুরো মৌসুমে চেন্নাই মুস্তাফিজ কে পাবে? আইপিএলের জন্য বিসিবির অনাপত্তি পত্রে জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়েছে মুস্তাফিজকে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ থাকায় আইপিএলে মুস্তাফিজের ভবিষ্যত এখন অনিশ্চিত।
বিসিবি সূত্রের খবর, জিম্বাবুয়ে সিরিজের আগে থেকেই কাটার মাস্টারকে জাতীয় দলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ১২ই মে জিম্বাবুয়ে সিরিজ শেষ হবার পরেও দ্য ফিজের সামনে সুযোগ থাকবে আইপিএলে ফেরত যাবার।
কিন্তু বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার ১০ দিন আগে খেলোয়াড়দের পূর্ণ বিশ্রামে রাখার নির্দেশনা রয়েছে বিসিবির। তাই সুযোগ থাকলেও মুস্তাফিজের জন্য আইপিএলে ফেরার সম্ভাবনা একেবারেই নেই।
এদিএক চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে ফিজের পারফরম্যান্স বলে দিচ্ছে দলের বোলিং বিভাগে তার গুরুত্ব কতটা। ধারাবাহিকতা থাকলে, এই মৌসুমে সিএসকে-র ভাগ্য নির্ধারণে তুরুপের তাস হতে পারেন এই কাটার মাস্টার।
তবে কি পুরো মৌসুমে চেন্নাই মুস্তাফিজ কে পাবে? আইপিএলের জন্য বিসিবির অনাপত্তি পত্রে জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়েছে মুস্তাফিজকে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ থাকায় আইপিএলে মুস্তাফিজের ভবিষ্যত এখন অনিশ্চিত।
বিসিবি সূত্রের খবর, জিম্বাবুয়ে সিরিজের আগে থেকেই কাটার মাস্টারকে জাতীয় দলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ১২ই মে জিম্বাবুয়ে সিরিজ শেষ হবার পরেও দ্য ফিজের সামনে সুযোগ থাকবে আইপিএলে ফেরত যাবার।
কিন্তু বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার ১০ দিন আগে খেলোয়াড়দের পূর্ণ বিশ্রামে রাখার নির্দেশনা রয়েছে বিসিবির। তাই সুযোগ থাকলেও মুস্তাফিজের জন্য আইপিএলে ফেরার সম্ভাবনা একেবারেই নেই।