এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অতি মুনাফা লোভীদের জন্যই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে। চাঁদাবাজদের থেকেও ভয়ঙ্কর তারা। আজ শনিবার ২৩ মার্চ সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এদিকে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেইলি রোডের আগুনের পর থেকে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটছে। এই ঘটনাগুলো নিছক দুর্ঘটনা ছাড়া সন্দেহজনক অন্য কিছুর প্রমাণ পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে যেসব সংস্থা কাজ করছে, তাদের সহযোগিতা করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলা ও ওয়ারেন্ট ছাড়া বিএনপির কোনো নেতা-কর্মীকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেইলি রোডের আগুনের পর থেকে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটছে। এই ঘটনাগুলো নিছক দুর্ঘটনা ছাড়া সন্দেহজনক অন্য কিছুর প্রমাণ পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে যেসব সংস্থা কাজ করছে, তাদের সহযোগিতা করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলা ও ওয়ারেন্ট ছাড়া বিএনপির কোনো নেতা-কর্মীকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।