এবার ভিত্তিমূল্য ২ কোটি রূপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে)। প্রথম ম্যাচেই সিএসকে’র আস্থার প্রতিদানও দিয়েছেন কাটার মাস্টার। অন্যদিকে সাড়ে ১৭ কোটি রূপি দিয়ে ক্যামেরুন গ্রিনকে কিনে নিলামের টেবিলেই হৈচৈ ফেলে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
গতকালের ম্যাচে উচ্চ মূল্যের সেই গ্রিনকেই নাস্তানাবুদ করেন আইপিএলের হিসেবে ‘কম মূল্য’র ফিজ। গতকাল শুক্রবার ২২ মার্চ রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বিধ্বংসী বোলিংয়ে ৪ উইকেট নিয়ে চেন্নাই সুপার কিংসকে জয়ের ভিত গড়ে দেন দ্য ফিজ।
একের পর এক দারুণ ডেলিভারিতে বেঙ্গালুরুর টপ অর্ডারকে দুমড়ে-মুচড়ে দিয়েছেন কাটার মাস্টার। নিজের প্রথম ওভারে দুই উইকেট নেন মোস্তাফিজ। প্রথমে ফাফ ডু প্লেসি আউট হন রাচিন রবীন্দ্র’র দুর্দান্ত এক ক্যাচে। ওই ওভারেই রজত পাতিদার আউট হন ফিজের অফ স্ট্যাম্পের বল বুঝতে না পেরে। ক্যাচ তুলে দেন ধোনির হাতে।
এদিকে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই ফিজ তুলে নেন ভিরাট কোহলির উইকেট। এরপর ক্রিজে আসেন সাড়ে ১৭ কোটি রূপি দিয়ে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তাকেও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন কাটার মাস্টার।
গ্রিন লেগ স্ট্যাম্পের বাইরে গিয়ে ফিজকে মারার চেষ্টা করেছিলেন। বিপরীতে দুর্দান্ত এক কাটার মেরে মোস্তাফিজ পরাস্ত করেন গ্রিনকে। প্রথম দুই ওভারে ফিজের বোলিং ফিগারটাও ছিল দৃষ্টিনন্দন। দুই ওভারে ৭ রানে ৪ উইকেট! যদিও শেষ পর্যন্ত চার ওভারের স্পেল তিনি শেষ করেন ২৯ রান দিয়ে।
গতকালের ম্যাচে উচ্চ মূল্যের সেই গ্রিনকেই নাস্তানাবুদ করেন আইপিএলের হিসেবে ‘কম মূল্য’র ফিজ। গতকাল শুক্রবার ২২ মার্চ রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বিধ্বংসী বোলিংয়ে ৪ উইকেট নিয়ে চেন্নাই সুপার কিংসকে জয়ের ভিত গড়ে দেন দ্য ফিজ।
একের পর এক দারুণ ডেলিভারিতে বেঙ্গালুরুর টপ অর্ডারকে দুমড়ে-মুচড়ে দিয়েছেন কাটার মাস্টার। নিজের প্রথম ওভারে দুই উইকেট নেন মোস্তাফিজ। প্রথমে ফাফ ডু প্লেসি আউট হন রাচিন রবীন্দ্র’র দুর্দান্ত এক ক্যাচে। ওই ওভারেই রজত পাতিদার আউট হন ফিজের অফ স্ট্যাম্পের বল বুঝতে না পেরে। ক্যাচ তুলে দেন ধোনির হাতে।
এদিকে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই ফিজ তুলে নেন ভিরাট কোহলির উইকেট। এরপর ক্রিজে আসেন সাড়ে ১৭ কোটি রূপি দিয়ে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তাকেও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন কাটার মাস্টার।
গ্রিন লেগ স্ট্যাম্পের বাইরে গিয়ে ফিজকে মারার চেষ্টা করেছিলেন। বিপরীতে দুর্দান্ত এক কাটার মেরে মোস্তাফিজ পরাস্ত করেন গ্রিনকে। প্রথম দুই ওভারে ফিজের বোলিং ফিগারটাও ছিল দৃষ্টিনন্দন। দুই ওভারে ৭ রানে ৪ উইকেট! যদিও শেষ পর্যন্ত চার ওভারের স্পেল তিনি শেষ করেন ২৯ রান দিয়ে।