কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হাসানপুর রেলস্টেশনের তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
জানা গেছে, রোববার দুপুরে ট্রেনটি তেজের বাজার এলাকায় পৌঁছালে রেললাইন বাঁকা থাকায় ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কুমিল্লা রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) লেয়াকত আলী মজুমদার জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন বাঁকা হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামতে লাকসাম থেকে টুলস ভ্যান ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি।
জানা গেছে, রোববার দুপুরে ট্রেনটি তেজের বাজার এলাকায় পৌঁছালে রেললাইন বাঁকা থাকায় ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কুমিল্লা রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) লেয়াকত আলী মজুমদার জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন বাঁকা হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামতে লাকসাম থেকে টুলস ভ্যান ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি।