ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ৩৬ জন সদস্য নিহত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) নুসেইরাতে সেহরির সময় এ হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। খবর আরব নিউজের।
শুক্রবার (১৫ মার্চ) গাজার নুসেইরাতে সেহরির সময় এ হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরিবারের নারী সদস্যরা সেহরির জন্য খাবার তৈরি করছিলেন তখন একটি বিমান হামলা হয়। এতে পরিবারের ৩৬ জন সদস্য নিহত হন।
দেইর আল-বালাহ শহীদ হাসপাতালে আহতাবস্থায় ভর্তি ওই পরিবারের ১৯ বছর বয়সী মোহাম্মদ আল-তাবাতিবি বলেন, আমার মা ও খালা সেহরির খাবার তৈরি করছিল। তখন বাড়িতে বোমা মারা হয়। এতে আমরা মা, বাবা,খালা, ভাইসহ বাকি সদস্যরা নিহত হন।
এই হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ওই রাতে নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি ‘সন্ত্রাসী’ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে।
এ ঘটনার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৩১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছে ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
শুক্রবার (১৫ মার্চ) গাজার নুসেইরাতে সেহরির সময় এ হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরিবারের নারী সদস্যরা সেহরির জন্য খাবার তৈরি করছিলেন তখন একটি বিমান হামলা হয়। এতে পরিবারের ৩৬ জন সদস্য নিহত হন।
দেইর আল-বালাহ শহীদ হাসপাতালে আহতাবস্থায় ভর্তি ওই পরিবারের ১৯ বছর বয়সী মোহাম্মদ আল-তাবাতিবি বলেন, আমার মা ও খালা সেহরির খাবার তৈরি করছিল। তখন বাড়িতে বোমা মারা হয়। এতে আমরা মা, বাবা,খালা, ভাইসহ বাকি সদস্যরা নিহত হন।
এই হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ওই রাতে নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি ‘সন্ত্রাসী’ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে।
এ ঘটনার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৩১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছে ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।