এবার উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তালিকায় যাদের নাম রয়েছে শুধুমাত্র তারাই ভোটার। এর বাইরে কারও ভোট দেয়ার সুযোগ নেই উল্লেখ করে প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির বলেছেন, যে তিন যুবক ভোট দিতে এসেছে বলে শুনেছি অনলাইনে তাদের তালিকা রয়েছে। কিন্তু উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তালিকায় তাদের নাম নেই। তাই তারা ভোটা দিতে পারবে না।
আজ শনিবার ৮ মার্চ বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমরা একটি কথাই বলতে পারি আইডি কার্ড থাকলেই ভোটার নয়। ওই তিন যুবকের ব্যাপারে বিস্তারিত উপজেলা নির্বাচন অফিসার জানাতে পারবে।
এদিকে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, উত্তর লোহাজুরী এলাকার তিন যুবক আব্দুস সামাদ (২২) ও জাহিদুল ইসলাম (১৮), জোবায়েল হোসেন (১৮) নির্বাচন কমিশনের অনলাইন থেকে প্রাপ্ত ভোটার সিরিয়াল নিয়ে কেন্দ্রে এসে দেখে কেন্দ্রের সিরিয়ালে তাদের নাম নেই। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার ১৩৫ জন।
এই তিন কিশোরের মধ্যে আব্দুস সামাদ (২২) জানান, ৬ জুন ২০০২ সালে আমার জন্ম তারিখ সেই হিসেবে বয়স প্রায় ২২ বছর। তার পরেও ভোট দিতে পারলাম না। জাহিদুল ইসলাম (১৮) জানান, এবারই প্রথম ভোট দিতে এসেছি। এসে দেখি কেন্দ্রের তালিকায় আমার নাম নেই। মনটা খারপ করে চলে যাচ্ছি। জোবায়েল হোসেন (১৮) বলেন, প্রথমবার ভোট দিতে এসে ভোট না দিতে পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছি।
এদিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের চেয়ারম্যান হায়দার মারুয়ার মৃত্যুতে এই ইউনিয়নে আজ শনিবার ৯ মার্চ উপ-নির্বাচন হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৮৪ জন।
আজ শনিবার ৮ মার্চ বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমরা একটি কথাই বলতে পারি আইডি কার্ড থাকলেই ভোটার নয়। ওই তিন যুবকের ব্যাপারে বিস্তারিত উপজেলা নির্বাচন অফিসার জানাতে পারবে।
এদিকে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, উত্তর লোহাজুরী এলাকার তিন যুবক আব্দুস সামাদ (২২) ও জাহিদুল ইসলাম (১৮), জোবায়েল হোসেন (১৮) নির্বাচন কমিশনের অনলাইন থেকে প্রাপ্ত ভোটার সিরিয়াল নিয়ে কেন্দ্রে এসে দেখে কেন্দ্রের সিরিয়ালে তাদের নাম নেই। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার ১৩৫ জন।
এই তিন কিশোরের মধ্যে আব্দুস সামাদ (২২) জানান, ৬ জুন ২০০২ সালে আমার জন্ম তারিখ সেই হিসেবে বয়স প্রায় ২২ বছর। তার পরেও ভোট দিতে পারলাম না। জাহিদুল ইসলাম (১৮) জানান, এবারই প্রথম ভোট দিতে এসেছি। এসে দেখি কেন্দ্রের তালিকায় আমার নাম নেই। মনটা খারপ করে চলে যাচ্ছি। জোবায়েল হোসেন (১৮) বলেন, প্রথমবার ভোট দিতে এসে ভোট না দিতে পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছি।
এদিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের চেয়ারম্যান হায়দার মারুয়ার মৃত্যুতে এই ইউনিয়নে আজ শনিবার ৯ মার্চ উপ-নির্বাচন হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৮৪ জন।