এবার রমজানে প্রাথমিক স্কুলের ক্লাসের নতুন সময়সূচি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস চলবে।
আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের স্বাক্ষরি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রমজান মাস উপলক্ষ্যে আগামী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
আগামী রোববার থেকে এই রুটিন কার্যকর হবে। ক্লাস হবে রোববার থেকে বৃহস্পতিবার। ক্লাস চলাকালীন দুপুরে যোহরের নামাজের জন্য ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে। এই রুটিন শুধুমাত্র রমজান মাসের জন্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এসব দপ্তর চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের স্বাক্ষরি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রমজান মাস উপলক্ষ্যে আগামী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
আগামী রোববার থেকে এই রুটিন কার্যকর হবে। ক্লাস হবে রোববার থেকে বৃহস্পতিবার। ক্লাস চলাকালীন দুপুরে যোহরের নামাজের জন্য ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে। এই রুটিন শুধুমাত্র রমজান মাসের জন্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এসব দপ্তর চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।