এবার রংপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যৌতুক বিহীন বিয়ে হলো অস্বচ্ছল পরিবারের ১৫ জোড়া তরুণ-তরুণীর। শুধু তাই নয়, তাদেরকে স্বাবলম্বী করতে দেওয়া হলো, ভ্যান-সেলাই মেশিনসহ নানা সামগ্রী।
এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন আগত অতিথিসহ স্থানীয়রা। রংপুর জেলার শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম প্রাঙ্গণে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান।
বাড়ি থেকে গাড়িতে করে বর ও কনে সাজে তরুণ-তরুণীর এবং তাদের পরিবারের সদস্যদের আনা হয় স্টেডিয়াম প্রাঙ্গণে। ভবনের দোতলায় বর্ণিল সাজে সজ্জিত আয়োজন স্থলে নিয়ে যাওয়া হয় তাদের। স্টেডিয়াম ভর্তি অতিথিদের সামনে ঘটা করেই এই বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।
এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন জীবন শুরু করতে পেরে খুশি অস্বচ্ছল পরিবার থেকে আসা এসব বর-কনে। ৩০ ফুটের সজ্জিত মঞ্চে বর-কনের মালা বদল, উপহার প্রদান, নৈশ্য ভোজসহ নানা আয়োজন ছিল এ যৌতুক মুক্ত বিয়েতে। বিয়ের সাজে এক ঝাঁক বর-কনেকে দেখতে আসেন উৎসুক মানুষ।
এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন আগত অতিথিসহ স্থানীয়রা। রংপুর জেলার শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম প্রাঙ্গণে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান।
বাড়ি থেকে গাড়িতে করে বর ও কনে সাজে তরুণ-তরুণীর এবং তাদের পরিবারের সদস্যদের আনা হয় স্টেডিয়াম প্রাঙ্গণে। ভবনের দোতলায় বর্ণিল সাজে সজ্জিত আয়োজন স্থলে নিয়ে যাওয়া হয় তাদের। স্টেডিয়াম ভর্তি অতিথিদের সামনে ঘটা করেই এই বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।
এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন জীবন শুরু করতে পেরে খুশি অস্বচ্ছল পরিবার থেকে আসা এসব বর-কনে। ৩০ ফুটের সজ্জিত মঞ্চে বর-কনের মালা বদল, উপহার প্রদান, নৈশ্য ভোজসহ নানা আয়োজন ছিল এ যৌতুক মুক্ত বিয়েতে। বিয়ের সাজে এক ঝাঁক বর-কনেকে দেখতে আসেন উৎসুক মানুষ।