এবার নাটোরের সিংড়া উপজেলায় দুর্ঘটনা কবলিত একটি অ্যাম্বুলেন্স থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার চৌগ্রাম এলাকার নাটোর-বগুড়া মহাসড়ক থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।
এদিকে ঝলমলিয়া হাইওয়ে থানার মো. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “এলাকাবাসী জানিয়েছিল, একটি অ্যাম্বুলেন্স মহাসড়কের পাশে খাদে পড়ে রয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল সেটি উদ্ধার করতে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে বিপুল পরিমাণ মাদক দেখতে পান তারা।”
“বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়ে আম্বুলেন্সের ভেতর থেকে ৩৬০ বোতল ফেন্সিডিল ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।” অ্যাম্বুলেন্সের চালক ও মাদক বহনকারীদের আটকের চেষ্টা এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
এদিকে ঝলমলিয়া হাইওয়ে থানার মো. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “এলাকাবাসী জানিয়েছিল, একটি অ্যাম্বুলেন্স মহাসড়কের পাশে খাদে পড়ে রয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল সেটি উদ্ধার করতে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে বিপুল পরিমাণ মাদক দেখতে পান তারা।”
“বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়ে আম্বুলেন্সের ভেতর থেকে ৩৬০ বোতল ফেন্সিডিল ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।” অ্যাম্বুলেন্সের চালক ও মাদক বহনকারীদের আটকের চেষ্টা এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।