এবার ৯ লাখ সৌদি রিয়ালসহ জেদ্দায় আটক হয়েছেন বাংলাদেশের দুই হজ এজেন্সি মালিক। গত মঙ্গলবার ২৩ মে বিকেলে কোবা এয়ার ইন্টারন্যাশনাল ও আহসানিয়া হজ মিশনের এই দু’জনকে আটক করে সৌদি সেন্ট্রাল পুলিশ। ফলে, অনিশ্চিত হয়ে পড়েছে ৮২৩ মুসল্লির হজযাত্রা। এরইমধ্যে, ধর্ম মন্ত্রণালয় চিঠি দিয়ে ১০ দিন পিছিয়ে বিমান টিকিট কাটতে বলেছে হজ অফিসকে। হজ পরিচালক ও হাব সভাপতি বলছেন, জটিলতা হলেও শেষ পর্যন্ত তারা হজে যেতে পারবেন।
এদিকে হজ ব্যবস্থাপনায় নানা অগ্রগতি হলেও, ভোগান্তি আর আশঙ্কা পিছু ছাড়ছে না মুসল্লিদের। হজযাত্রার উদ্বোধনী দিনেই ভিসা জটিলতায় নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি ১৪০ জন। আর, এবার আরও বড় ধাক্কা। আশঙ্কা দেখা দিয়েছে আটশ’রও বেশি মুসল্লির হজযাত্রা নিয়ে। . জানা গেছে, কোবা এয়ার ইন্টারন্যাশনালের মালিক মাহমুদুর রহমান ও আহসানিয়া হজ এজেন্সির ব্যবস্থাপক সাদ-বিন-মাহমুদ সৌদি পুলিশের হাতে আটক হয়েছেন।
লিড এজেন্সি হিসাবে তাদের সঙ্গে মুসল্লি পাঠাচ্ছে ইউরো এয়ার ইন্টার ন্যাশনালও। ৮শ’ ২৩ মুসল্লি তাদের মাধ্যমে হজে যাওয়ার কথা। হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ওই দুই এজেন্সি একদিনে যে পরিমাণ টাকা উঠিয়েছে ওই টাকার অ্যামাউন্টই সন্দেহজনক লেগেছে সৌদি কর্তৃপক্ষের কাছে। বিষয়টি সুরাহা করতে এরইমধ্যে কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয় ও সৌদি হজ মিশন।
মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ১০ দিন পিছিয়ে বিমান টিকিট কাটা হচ্ছে। শেষ পর্যন্ত আর এ সংকট থাকবে না বলে প্রত্যাশা তাদের। হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম আরও বলেন, যেহেতু এজেন্সির মালিক সমস্যায় আছে তাদের প্রতিনিধিও সমস্যায় আছে; তাদের সমস্যার কারণে হজযাত্রা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় এজন্য হজযাত্রা ১০দিন পিছিয়ে দিয়ে বাংলাদেশ বিমানকে অনুরোধ করা হয়েছে টিকিট করার জন্য। আশা করি, এরমধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
এ বিষয়ে কাজ করছেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব-ও। তাদের কী ধরনের সহায়তা দরকার সেটি ঠিক করা হচ্ছে। হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, একসাথে অনেক টাকা উত্তোলন করায় এটা সৌদি সেন্ট্রাল ব্যাংক নোটিস করেছে। তারা তাৎক্ষণিক তাদেরকে টাকাসহ গ্রেফতার করেছে। সৌদি আইন অনুযায়ী তাদের কাছে এতো বেশি পরিমাণ ক্যাশ থাকার কথা না।
আবার, হজ ব্যবস্থাপনার কারণে একটা এজেন্সির কাছে এই পরিমাণ ক্যাশ থাকতেই পারে। কাজটা একটু কঠিন হলেও হজ যাত্রা অনিশ্চিত হবে না। হয়তো এখানে সবাইকে একটু কষ্ট করতে হবে। প্রসঙ্গত, আশকোনার হজ ক্যাম্প থেকে অন্য মুসল্লিদের নিয়ে নির্ধারিত সময়েই ঢাকা ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।
এদিকে হজ ব্যবস্থাপনায় নানা অগ্রগতি হলেও, ভোগান্তি আর আশঙ্কা পিছু ছাড়ছে না মুসল্লিদের। হজযাত্রার উদ্বোধনী দিনেই ভিসা জটিলতায় নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি ১৪০ জন। আর, এবার আরও বড় ধাক্কা। আশঙ্কা দেখা দিয়েছে আটশ’রও বেশি মুসল্লির হজযাত্রা নিয়ে। . জানা গেছে, কোবা এয়ার ইন্টারন্যাশনালের মালিক মাহমুদুর রহমান ও আহসানিয়া হজ এজেন্সির ব্যবস্থাপক সাদ-বিন-মাহমুদ সৌদি পুলিশের হাতে আটক হয়েছেন।
লিড এজেন্সি হিসাবে তাদের সঙ্গে মুসল্লি পাঠাচ্ছে ইউরো এয়ার ইন্টার ন্যাশনালও। ৮শ’ ২৩ মুসল্লি তাদের মাধ্যমে হজে যাওয়ার কথা। হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ওই দুই এজেন্সি একদিনে যে পরিমাণ টাকা উঠিয়েছে ওই টাকার অ্যামাউন্টই সন্দেহজনক লেগেছে সৌদি কর্তৃপক্ষের কাছে। বিষয়টি সুরাহা করতে এরইমধ্যে কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয় ও সৌদি হজ মিশন।
মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ১০ দিন পিছিয়ে বিমান টিকিট কাটা হচ্ছে। শেষ পর্যন্ত আর এ সংকট থাকবে না বলে প্রত্যাশা তাদের। হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম আরও বলেন, যেহেতু এজেন্সির মালিক সমস্যায় আছে তাদের প্রতিনিধিও সমস্যায় আছে; তাদের সমস্যার কারণে হজযাত্রা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় এজন্য হজযাত্রা ১০দিন পিছিয়ে দিয়ে বাংলাদেশ বিমানকে অনুরোধ করা হয়েছে টিকিট করার জন্য। আশা করি, এরমধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
এ বিষয়ে কাজ করছেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব-ও। তাদের কী ধরনের সহায়তা দরকার সেটি ঠিক করা হচ্ছে। হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, একসাথে অনেক টাকা উত্তোলন করায় এটা সৌদি সেন্ট্রাল ব্যাংক নোটিস করেছে। তারা তাৎক্ষণিক তাদেরকে টাকাসহ গ্রেফতার করেছে। সৌদি আইন অনুযায়ী তাদের কাছে এতো বেশি পরিমাণ ক্যাশ থাকার কথা না।
আবার, হজ ব্যবস্থাপনার কারণে একটা এজেন্সির কাছে এই পরিমাণ ক্যাশ থাকতেই পারে। কাজটা একটু কঠিন হলেও হজ যাত্রা অনিশ্চিত হবে না। হয়তো এখানে সবাইকে একটু কষ্ট করতে হবে। প্রসঙ্গত, আশকোনার হজ ক্যাম্প থেকে অন্য মুসল্লিদের নিয়ে নির্ধারিত সময়েই ঢাকা ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।