চরমোনাইর মাহফিলে এসে প্রাণ গেল ৫ মুসল্লির

আপলোড সময় : ০২-০৩-২০২৪ ০৯:৩৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৪ ০৯:৩৩:৪৭ অপরাহ্ন
এবার বরিশালে অনুষ্ঠিত চরমোনাইর মাহফিলে তিন দিনে বিভিন্ন রোগে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শুরু হওয়া মাহফিলের শেষ দিন শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান।

এদিকে চরমোনাইর মাহফিলের অস্থায়ী হাসপাতাল সূত্রে জানা যায়, চরমোনাই মাহফিলে আসা মুসুল্লিদের মধ্যে বুধবার মুন্সিগঞ্জের আজমত শেখ ও হাশেম রাড়ী মারা যান। 

বৃহস্পতিবার পটুয়াখালীর সুলতান প্যাদা, শুক্রবার খুলনার আনোয়ার হোসেন ও মুন্সিগঞ্জের শামসুল হক কাজী মৃত্যুবরণ করেন। তাদের মরদেহ জানাজা শেষে নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

এদিকে চরমোনাইর অস্থায়ী মাহফিল হাসপাতালে প্রায় দু’হাজারের বেশি মুসুল্লিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : মোঃ জুয়েল রানা


অফিস :

৫ম তলা, ১০০/এ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা-১২০৭

ইমেইল : [email protected]

ফোন :  +8802222243049

মোবাইলঃ 01324-414545