সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমানরা কখনও বাজে ফর্মে থাকলে দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দ্বারস্থ হন। সালাউদ্দিনও উপায় বাতলে দেন তাদের, শুধরে দেন ভুল। যদিও এই দায়িত্বটা জাতীয় দলের কোচের ওপর বর্তায় বলেই মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ।
এদিকে চন্ডিকা হাথুরুসিংহেকে প্রতি মাসে ৩২ হাজার ৫০০ ডলার বেতন দেয় বিসিবি। বাংলাদেশি টাকার মূল্যে যা ৩৫ লাখ ৭ হাজার ৬৩৭ টাকার সমান। অথচ ক্রিকেটাররা কৌশলগত সমস্যায় ভুগলে ছুটে যান সালাউদ্দিনের কাছে। ব্যাপারটা কষ্ট দেয় দেশি এই কোচকে।
এদিকে গণমাধ্যমকে সালাউদ্দিন বলেন, ‘মাঝে মাঝে একটু কষ্ট হয়। যখন কোনো ছেলে খারাপ পারফর্ম করে, বা দুই বছর আগের মতো কারো পারফরম্যান্স হয়, বা কারো পারফরম্যান্স ডাউন হয়, তাদের উন্নতিটা করাবে কে! প্রতিবার কেন আমার কাছে ছুটে আসতে হয়। আমার মনে হয় তারা যেহেতু এত দামি কোচ, তাদেরই সময় বের করে এসব কাজ করা উচিত।’
কিছুদিন আগে বিপিএল নিয়ে সমালোচনা করেছিলেন হাথুরুসিংহে। সার্কাস লিগের সঙ্গে তুলনা করে হাথুরু বলেছিলেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে। তবে যখন আমি বিপিএল দেখি, তখন মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো জাতেরই না। যেভাবে এটি এগিয়ে যাচ্ছে, সেই পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’
এদিকে হাথুরুর এই সমালোচনার বিষয়েও কথা বলেছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘যদি কেউ এমন কমেন্ট (টিভি বন্ধ করে রাখা) করে থাকে, তার হয়তো ক্রিকেটের প্রতি প্যাশন কম আছে, তার হয়তো অন্য চিন্তা-ভাবনা আছে। এখানে প্রতিটা ম্যাচই কিন্তু কম্পিটিটিভ হচ্ছে। আর ছেলেদের খেলাই যদি পছন্দ না করেন, তাহলে তো আপনার কোচিংয়ে থাকার কোনো দরকার নেই।’
এদিকে চন্ডিকা হাথুরুসিংহেকে প্রতি মাসে ৩২ হাজার ৫০০ ডলার বেতন দেয় বিসিবি। বাংলাদেশি টাকার মূল্যে যা ৩৫ লাখ ৭ হাজার ৬৩৭ টাকার সমান। অথচ ক্রিকেটাররা কৌশলগত সমস্যায় ভুগলে ছুটে যান সালাউদ্দিনের কাছে। ব্যাপারটা কষ্ট দেয় দেশি এই কোচকে।
এদিকে গণমাধ্যমকে সালাউদ্দিন বলেন, ‘মাঝে মাঝে একটু কষ্ট হয়। যখন কোনো ছেলে খারাপ পারফর্ম করে, বা দুই বছর আগের মতো কারো পারফরম্যান্স হয়, বা কারো পারফরম্যান্স ডাউন হয়, তাদের উন্নতিটা করাবে কে! প্রতিবার কেন আমার কাছে ছুটে আসতে হয়। আমার মনে হয় তারা যেহেতু এত দামি কোচ, তাদেরই সময় বের করে এসব কাজ করা উচিত।’
কিছুদিন আগে বিপিএল নিয়ে সমালোচনা করেছিলেন হাথুরুসিংহে। সার্কাস লিগের সঙ্গে তুলনা করে হাথুরু বলেছিলেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে। তবে যখন আমি বিপিএল দেখি, তখন মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো জাতেরই না। যেভাবে এটি এগিয়ে যাচ্ছে, সেই পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’
এদিকে হাথুরুর এই সমালোচনার বিষয়েও কথা বলেছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘যদি কেউ এমন কমেন্ট (টিভি বন্ধ করে রাখা) করে থাকে, তার হয়তো ক্রিকেটের প্রতি প্যাশন কম আছে, তার হয়তো অন্য চিন্তা-ভাবনা আছে। এখানে প্রতিটা ম্যাচই কিন্তু কম্পিটিটিভ হচ্ছে। আর ছেলেদের খেলাই যদি পছন্দ না করেন, তাহলে তো আপনার কোচিংয়ে থাকার কোনো দরকার নেই।’