এবারের বই মেলায় পাঠকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে নবাগত কবি হেপি সরকারের প্রথম কাব্যগ্রন্থ “ হৃদয়ের কাব্যকথা” বইটি। কবি হেপি সরকার বলেন, কখনো প্রকাশ হওয়ার সুযোগ মেলেনি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম নিজের কবিতাগুলো ঠিকানা পাবে একটা বইয়ে, থেকে যাবে অনন্তকাল এই সৃষ্টি।
আমি সময় পেলেই কলম আর খাতায় নিজেকে আটকে নিতাম। যা শুধু কলম ডায়েরী আর কবির মাঝেই আটকে ছিল।
তাই আমার স্বপ্ন ও ক্ষুদ্র প্রয়াস এবারের বই মেলায় আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনাাদের ভালোবাসায় আমি মুগ্ধ, আমার বই “হৃদয়ের কাব্যকথা” অমর একুশে গ্রন্থমেলায় বিভাস প্রকাশনীর ৬১-৬২ স্টলে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছে তানভীর প্রিয়াস। বইটির পাঠক অভিনেতা রুমেল ইসতিয়াক জানান, কবিতার বইটি আমি পড়েছি, কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে, আশাকরি সামনে আরো ভালো কিছু পাবো।
ময়মনসিংহ বিভাগের পাহাড়ের পাদদেশ ঘিরে নেত্রকোনা জেলার এক প্রান্তে কলমাকান্দা। কলমাকান্দা থানার মধ্যবাজারে এক মধ্যবিত্ত পরিবারে কবি হেপি সরকারের জন্ম। ভাইহীন পরিবারে তিন বোনের মাঝে কবি বড়বোন। পড়াশুনায় বেশ মেধাবী ছিলেন তিনি। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও কলমাকান্দা সরকারী ডিগ্রী কলেজের ছাত্রী ছিলেন তিনি। কবি হেপী সরকার অসংখ্য গানও লিখেছেন এবং সুর দিয়েছেন। এই কবিতার বইটা কবির প্রথম প্রকাশ।
আমি সময় পেলেই কলম আর খাতায় নিজেকে আটকে নিতাম। যা শুধু কলম ডায়েরী আর কবির মাঝেই আটকে ছিল।
তাই আমার স্বপ্ন ও ক্ষুদ্র প্রয়াস এবারের বই মেলায় আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনাাদের ভালোবাসায় আমি মুগ্ধ, আমার বই “হৃদয়ের কাব্যকথা” অমর একুশে গ্রন্থমেলায় বিভাস প্রকাশনীর ৬১-৬২ স্টলে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছে তানভীর প্রিয়াস। বইটির পাঠক অভিনেতা রুমেল ইসতিয়াক জানান, কবিতার বইটি আমি পড়েছি, কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে, আশাকরি সামনে আরো ভালো কিছু পাবো।
ময়মনসিংহ বিভাগের পাহাড়ের পাদদেশ ঘিরে নেত্রকোনা জেলার এক প্রান্তে কলমাকান্দা। কলমাকান্দা থানার মধ্যবাজারে এক মধ্যবিত্ত পরিবারে কবি হেপি সরকারের জন্ম। ভাইহীন পরিবারে তিন বোনের মাঝে কবি বড়বোন। পড়াশুনায় বেশ মেধাবী ছিলেন তিনি। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও কলমাকান্দা সরকারী ডিগ্রী কলেজের ছাত্রী ছিলেন তিনি। কবি হেপী সরকার অসংখ্য গানও লিখেছেন এবং সুর দিয়েছেন। এই কবিতার বইটা কবির প্রথম প্রকাশ।