এবার নেহাৎই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটা গ্রুপ পর্বের ম্যাচ। সেখানে বাবর আজমের দল পেশোয়ার জালমি আগে ব্যাটিং করেছে, বাবর সেখানে বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন। তা এমন সেঞ্চুরি তো কতজনই করেন, বাবরেরও এটি টি-টোয়েন্টিতে ১১তম সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখার সময়েও এমন সেঞ্চুরিতে বাবরের দলের জয় নিশ্চিত হয়ে যায়নি। লাহোরে চলতে থাকা ম্যাচটিতে জালমি আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান করেছে, জবাবে ইসলামাবাদ ইউনাইটেড ১২ ওভারেই ৩ উইকেটে ১০২ রান তুলে ফেলেছে।
অথচ এমন পরিস্থিতিতেই কিনা পুরস্কার নিশ্চিত হয়ে গেল বাবরের! বাবর সেঞ্চুরি করে ফিরতেই ইনিংসের মাঝপথে জালমির মালিক জাভেদ আফ্রিদি ঘোষণা দিয়ে দিয়েছেন, বাবরকে তিনি একটি গাড়ি দামি দেবেন। পাকিস্তানেই তৈরি হওয়া এমজি এইচএস এসেন্স কার নামের সেই গাড়িটির দাম পাকিস্তানে ৮০ লাখ ৯৯ হাজার টাকা!
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জাভেদ আফ্রিদি পোস্ট করে জানিয়েছেন এই পুরস্কারের কথা, ‘বাবর আজমের পুরস্কার – এমজি। তিনিই প্রথম ব্যক্তি হবেন যিনি পাকিস্তানে বানানো এমজি এসেন্স গাড়িটি চালাবেন।’
সহজেই বোঝা যায়, বাবর আজমকে পুরস্কার দেওয়ার পাশাপাশি গাড়িটির বিজ্ঞাপনও করে নিচ্ছেন জাভেদ আফ্রিদি। তাঁর প্রতিষ্ঠান এমজি মোটরস পাকিস্তানই গাড়িটি পাকিস্তানে নিয়ে আসার ব্যবস্থা করেছে বলে জানা যায়।
এদিকে বাবরের ইনিংসটি অবশ্য আজ ছিল দারুণ। ৬৩ বলে ১৪ চার ২ ছক্কায় ১১১ রানের পথে ১৮তম ওভারে হুনাইন শাহকে এক ছক্কার পাশাপাশি চারটি চার মেরেছেন। ৩৯ বলে ফিফটি করা বাবর সেঞ্চুরিতে পৌঁছে যান ৫৯ বলেই!
এই প্রতিবেদন লেখার সময়েও এমন সেঞ্চুরিতে বাবরের দলের জয় নিশ্চিত হয়ে যায়নি। লাহোরে চলতে থাকা ম্যাচটিতে জালমি আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান করেছে, জবাবে ইসলামাবাদ ইউনাইটেড ১২ ওভারেই ৩ উইকেটে ১০২ রান তুলে ফেলেছে।
অথচ এমন পরিস্থিতিতেই কিনা পুরস্কার নিশ্চিত হয়ে গেল বাবরের! বাবর সেঞ্চুরি করে ফিরতেই ইনিংসের মাঝপথে জালমির মালিক জাভেদ আফ্রিদি ঘোষণা দিয়ে দিয়েছেন, বাবরকে তিনি একটি গাড়ি দামি দেবেন। পাকিস্তানেই তৈরি হওয়া এমজি এইচএস এসেন্স কার নামের সেই গাড়িটির দাম পাকিস্তানে ৮০ লাখ ৯৯ হাজার টাকা!
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জাভেদ আফ্রিদি পোস্ট করে জানিয়েছেন এই পুরস্কারের কথা, ‘বাবর আজমের পুরস্কার – এমজি। তিনিই প্রথম ব্যক্তি হবেন যিনি পাকিস্তানে বানানো এমজি এসেন্স গাড়িটি চালাবেন।’
সহজেই বোঝা যায়, বাবর আজমকে পুরস্কার দেওয়ার পাশাপাশি গাড়িটির বিজ্ঞাপনও করে নিচ্ছেন জাভেদ আফ্রিদি। তাঁর প্রতিষ্ঠান এমজি মোটরস পাকিস্তানই গাড়িটি পাকিস্তানে নিয়ে আসার ব্যবস্থা করেছে বলে জানা যায়।
এদিকে বাবরের ইনিংসটি অবশ্য আজ ছিল দারুণ। ৬৩ বলে ১৪ চার ২ ছক্কায় ১১১ রানের পথে ১৮তম ওভারে হুনাইন শাহকে এক ছক্কার পাশাপাশি চারটি চার মেরেছেন। ৩৯ বলে ফিফটি করা বাবর সেঞ্চুরিতে পৌঁছে যান ৫৯ বলেই!