এবার নড়াইলের আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসক ও রোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন তিনি।
একইসঙ্গে হাসপাতালের টয়েলটগুলো ব্যবহারের উপযোগী কি না তাও ঘুরে দেখেন। পরিদর্শন শেষে হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে মাশরাফী বলেন, ডাক্তাররা থাকতে না চাইলে আসলে আমাদের কাজটা কঠিন এবং আমাদের কিছু করার নেই সেক্ষেত্রে। আমরা চেষ্টা করছি যতটুকু সাপোর্ট দেয়া যায়।
এরপর তিনি বলেন, আর একটা বিষয় হচ্ছে এটা তো ১০০ শয্যার হাসপাতাল। অথচ এখনই পেশেন্ট আছে প্রায় সাড়ে তিনশ। তাই সার্ভিসও সেভাবে দিতে হবে। চাইলেই তো রোগী বের করে দেওয়া যায় না। শিশু ওয়ার্ডে এখানে শয্যা আছে ১৫টি। অথচ, শিশু ভর্তি হয়েছে ১০০ জনের ওপরে। সব তো ওভারলোডেড।
তিনি বলেন, ১০০ শয্যার হাসপাতালে ৩০০-৩৫০ রোগী ভর্তি আছে। চিকিৎসার পাশাপাশি ওষুধ-খাবার সবকিছুর সাপ্লাই দিতে হচ্ছে, ম্যানেজ করতে হচ্ছে। চিকিৎসক সংকটও আছে। এই চিকিৎসক সংকট কমলে আমাদের সার্ভিসটা আরও ভালো দেওয়া যেতো। তবে, সংকটের মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।
এ সময় হাসপাতালের টয়লেটের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে সবাইকে সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান জানান মাশরাফী। তিনি বলেন, সরকারি টয়লেট ব্যবহারের সময় নিজের বাড়ির মত করে ব্যবহার করলে সুবিধা হয়। টয়লেট অন্যের মনে করে ব্যবহার করলে সবারই ক্ষতি হয়।
একইসঙ্গে হাসপাতালের টয়েলটগুলো ব্যবহারের উপযোগী কি না তাও ঘুরে দেখেন। পরিদর্শন শেষে হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে মাশরাফী বলেন, ডাক্তাররা থাকতে না চাইলে আসলে আমাদের কাজটা কঠিন এবং আমাদের কিছু করার নেই সেক্ষেত্রে। আমরা চেষ্টা করছি যতটুকু সাপোর্ট দেয়া যায়।
এরপর তিনি বলেন, আর একটা বিষয় হচ্ছে এটা তো ১০০ শয্যার হাসপাতাল। অথচ এখনই পেশেন্ট আছে প্রায় সাড়ে তিনশ। তাই সার্ভিসও সেভাবে দিতে হবে। চাইলেই তো রোগী বের করে দেওয়া যায় না। শিশু ওয়ার্ডে এখানে শয্যা আছে ১৫টি। অথচ, শিশু ভর্তি হয়েছে ১০০ জনের ওপরে। সব তো ওভারলোডেড।
তিনি বলেন, ১০০ শয্যার হাসপাতালে ৩০০-৩৫০ রোগী ভর্তি আছে। চিকিৎসার পাশাপাশি ওষুধ-খাবার সবকিছুর সাপ্লাই দিতে হচ্ছে, ম্যানেজ করতে হচ্ছে। চিকিৎসক সংকটও আছে। এই চিকিৎসক সংকট কমলে আমাদের সার্ভিসটা আরও ভালো দেওয়া যেতো। তবে, সংকটের মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।
এ সময় হাসপাতালের টয়লেটের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে সবাইকে সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান জানান মাশরাফী। তিনি বলেন, সরকারি টয়লেট ব্যবহারের সময় নিজের বাড়ির মত করে ব্যবহার করলে সুবিধা হয়। টয়লেট অন্যের মনে করে ব্যবহার করলে সবারই ক্ষতি হয়।