এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা টেক্সাসের টাইলার লাউডনের স্ত্রী তার অফিসের বসের সাথে ফোনে কথা শুনে প্রায় ৩০ কোটি টাকা আয় করেছেন স্বামী। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই ঘটনাটির সত্যতা যাচাই করেছে।
জানা গেছে, টেক্সাসের টাইলার লাউডনের স্ত্রী একটি প্রতিষ্ঠানে বিপি মার্জার পদে কর্মরত ছিলেন। লাউডনের স্ত্রী যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেই প্রতিষ্ঠানের মার্কিন ইনকর্পোরেটেডের ট্রায়াল সেন্টারে কিছু শেয়ার কিনার কথা ছিল, যা শুরু সেই প্রতিষ্ঠানের কর্মীরা জানতো।
লাউডনের স্ত্রী যখন বাড়ি থেকে কাজ করত তখন তার স্বামী তার অফিসের সব গোপন খবর শুনে ফেলতো। সেইসব তথ্য জানতে পেরে লাউডন তাঁর সব জমানো টাকা দিয়ে কিছু ট্রায়াল সেন্টারের শেয়ার কিনে ফেলেন। সেই শেয়ার থেকে সে আয় করে প্রায় ৩০ কোটি টাকা।
এক পর্যায়ে লাউডন তার স্ত্রীকে ঘটনাটি জানায়। এরপর প্রতারণার অভিযোগ তুলে তুলে স্ত্রী লাউডনকে তালাক দেয়। মার্কিন প্রসিকিউটরদের মামলা অনুসারে, স্ত্রী সততা দেখিয়ে বিষয়টি তার প্রতিষ্ঠানকে জানায়। তবে কর্তৃপক্ষ সেই নারীকে চাকরীচ্যুত করে।
এদিকে কর্তৃপক্ষ বলছে, সেই নারী ইচ্ছা করেই পুরো ঘটনাটি তার স্বামীকে বলেছিলেন। এখন লাউডন ট্রায়াল সেন্টারের শেয়ারের লেনদেনের অর্থ ফেরত দিতে এবং জরিমানা দিতে সম্মত হয়েছেন।
জানা গেছে, টেক্সাসের টাইলার লাউডনের স্ত্রী একটি প্রতিষ্ঠানে বিপি মার্জার পদে কর্মরত ছিলেন। লাউডনের স্ত্রী যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেই প্রতিষ্ঠানের মার্কিন ইনকর্পোরেটেডের ট্রায়াল সেন্টারে কিছু শেয়ার কিনার কথা ছিল, যা শুরু সেই প্রতিষ্ঠানের কর্মীরা জানতো।
লাউডনের স্ত্রী যখন বাড়ি থেকে কাজ করত তখন তার স্বামী তার অফিসের সব গোপন খবর শুনে ফেলতো। সেইসব তথ্য জানতে পেরে লাউডন তাঁর সব জমানো টাকা দিয়ে কিছু ট্রায়াল সেন্টারের শেয়ার কিনে ফেলেন। সেই শেয়ার থেকে সে আয় করে প্রায় ৩০ কোটি টাকা।
এক পর্যায়ে লাউডন তার স্ত্রীকে ঘটনাটি জানায়। এরপর প্রতারণার অভিযোগ তুলে তুলে স্ত্রী লাউডনকে তালাক দেয়। মার্কিন প্রসিকিউটরদের মামলা অনুসারে, স্ত্রী সততা দেখিয়ে বিষয়টি তার প্রতিষ্ঠানকে জানায়। তবে কর্তৃপক্ষ সেই নারীকে চাকরীচ্যুত করে।
এদিকে কর্তৃপক্ষ বলছে, সেই নারী ইচ্ছা করেই পুরো ঘটনাটি তার স্বামীকে বলেছিলেন। এখন লাউডন ট্রায়াল সেন্টারের শেয়ারের লেনদেনের অর্থ ফেরত দিতে এবং জরিমানা দিতে সম্মত হয়েছেন।