চলমান বিপিএলের আসরে এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি ফরচুন বরিশালের। দৌড়ে অবশ্য এগিয়ে আছে কীর্তনখোলাপাড়ের দলটি। আর তাইতো প্লে-অফের জন্য দলকে শক্তিশালী করতে প্রোটিয়া তারকা ডেভিড মিলারকে দলে নিয়েছে তারা। বরিশাল প্লে-অফে উঠলেই দেখা মিলবে এই মারকুটে ব্যাটারের।
বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে বিষয়টি। তিনি বলেছে, ‘ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটার সাউথ আফ্রিকার ডেভিড মিলার আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন।’ চলতি আসরে তিনটি দলের প্লে-অফ ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে।
রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিকিট কেটেছে পরের পর্বে। লিগপর্বে বরিশাল শুক্রবার দুপুর দুইটায় মিরপুরে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে কুমিল্লার বিপক্ষে। লিটন দাসদের হারাতে পারলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত হবে তামিম ইকবালদের।
এদিকে হারলে সমীকরণের সম্মুখীন হতে হবে বরিশালে। কারণ দৌড়ে এখনও টিকে আছে খুলনা টাইগার্স। ১১ ম্যাচে ১০ পয়েন্ট রূপসা পাড়ের দলটি। তারা নিজেদের শেষ ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। সিলেটকে হারাতে পারলে তাদের পয়েন্টও হবে বরিশালের সমান ১২। তখন রানরেটের মারপ্যাচে এগিয়ে থাকা দলটি উত্তীর্ণ হবে প্লে-অফে।
বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে বিষয়টি। তিনি বলেছে, ‘ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটার সাউথ আফ্রিকার ডেভিড মিলার আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন।’ চলতি আসরে তিনটি দলের প্লে-অফ ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে।
রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিকিট কেটেছে পরের পর্বে। লিগপর্বে বরিশাল শুক্রবার দুপুর দুইটায় মিরপুরে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে কুমিল্লার বিপক্ষে। লিটন দাসদের হারাতে পারলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত হবে তামিম ইকবালদের।
এদিকে হারলে সমীকরণের সম্মুখীন হতে হবে বরিশালে। কারণ দৌড়ে এখনও টিকে আছে খুলনা টাইগার্স। ১১ ম্যাচে ১০ পয়েন্ট রূপসা পাড়ের দলটি। তারা নিজেদের শেষ ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। সিলেটকে হারাতে পারলে তাদের পয়েন্টও হবে বরিশালের সমান ১২। তখন রানরেটের মারপ্যাচে এগিয়ে থাকা দলটি উত্তীর্ণ হবে প্লে-অফে।