এবার পিরোজপুরের নাজিরপুরে সদর ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. রাসেল সিকদার বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বিজয়ী প্রার্থী মো. রাসেল সিকদার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৪৭২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মো. তানভীর হাসান ডালিম পেয়েছেন চার হাজার ৫২৪ ভোট।
এ ছাড়া ইসলামী শাসনতন্ত্রের হাতাপাখা প্রতীকের মো. এজাজ খান পেয়েছেন ৪৯১ ভোট, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুর রহমান টুবুল পেয়েছেন ৪৯১ ভোট।
এর আগে সকালে পিরোজপুরের নাজিরপুরে সদর ইউপির উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সুষ্ঠুভাবে ওই ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়। সকাল থেকে নারী ভোটরদের উপস্থিতি ছিল বেশি।
এ ছাড়া ইসলামী শাসনতন্ত্রের হাতাপাখা প্রতীকের মো. এজাজ খান পেয়েছেন ৪৯১ ভোট, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুর রহমান টুবুল পেয়েছেন ৪৯১ ভোট।
এর আগে সকালে পিরোজপুরের নাজিরপুরে সদর ইউপির উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সুষ্ঠুভাবে ওই ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়। সকাল থেকে নারী ভোটরদের উপস্থিতি ছিল বেশি।