এবার বিচ্ছেদের পথে হাঁটছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি নিজেই। এরপর থেকেই চলচ্চিত্রাঙ্গনের আলোচনায় চিত্রনায়িকা। এদিকে, মাহি যখন বিচ্ছেদের ঘোষণা দিচ্ছিলেন, এর ঘণ্টাখানেক আগেও স্বামী রকিব সরকার ছিলেন একটি কনসার্টে।
আর সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি লাইভে দেখা যায়, সেই কনসার্টে গাইছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। দর্শক সারিতে বসে রয়েছেন রকিব। সঙ্গে তরুণ বয়সের এক যুবক ও একজন নারী। একই সিটে বসে কনসার্টটি উপভোগ করছেন তাঁরা।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযুদ্ধা আ ক ম মোজাম্মেল হক আবারও এমপি ও মন্ত্রী নির্বাচিত হওয়ায় এদিন তাঁকে সংবধর্না দেওয়ার আয়োজন ছিল গাজীপুরে। মন্ত্রীকে সংবর্ধনা প্রদানের পর আয়োজন হয়েছিল মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনার। সেখানেই গাইছিলেন ইমরান। আর বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রকিব সরকার।
এদিকে, শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ ভিডিও বার্তা দেন মাহি। এতে স্বামীকে নিয়ে তিনি বলেন, ‘আমরা দুজন দুজনের প্রতি সম্মান নিয়েই সিদ্ধান্ত নিয়েছি সেপারেশনে যাব। আমরা অনেকদিন ধরেই সেপারেশনে আছি। খুব দ্রুতই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাব। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।’
প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাঁদের সংসারে ফারিশ নামের এক পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তাঁর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।
আর সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি লাইভে দেখা যায়, সেই কনসার্টে গাইছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। দর্শক সারিতে বসে রয়েছেন রকিব। সঙ্গে তরুণ বয়সের এক যুবক ও একজন নারী। একই সিটে বসে কনসার্টটি উপভোগ করছেন তাঁরা।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযুদ্ধা আ ক ম মোজাম্মেল হক আবারও এমপি ও মন্ত্রী নির্বাচিত হওয়ায় এদিন তাঁকে সংবধর্না দেওয়ার আয়োজন ছিল গাজীপুরে। মন্ত্রীকে সংবর্ধনা প্রদানের পর আয়োজন হয়েছিল মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনার। সেখানেই গাইছিলেন ইমরান। আর বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রকিব সরকার।
এদিকে, শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ ভিডিও বার্তা দেন মাহি। এতে স্বামীকে নিয়ে তিনি বলেন, ‘আমরা দুজন দুজনের প্রতি সম্মান নিয়েই সিদ্ধান্ত নিয়েছি সেপারেশনে যাব। আমরা অনেকদিন ধরেই সেপারেশনে আছি। খুব দ্রুতই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাব। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।’
প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাঁদের সংসারে ফারিশ নামের এক পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তাঁর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।