এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসে ৮৯ বলে ৩৭ রানের দুর্দান্ত ইনিংস ও দ্বিতীয় দিনে এক উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন রবিচন্দ্র অশ্বিন।
তবে ম্যাচের মাঝ পথেই রাজকোট টেস্ট থেকে সরিয়ে দাঁড়িয়েছেন তিনি। ফলে ১০ জনের দল নিয়ে ম্যাচটি শেষ করতে হতে পারে ভারতকে। পরিবারের কোনো সদস্যের গুরুতর অসুস্থতার জন্য মূলত রাজকোট টেস্টে আর খেলবেন না অশ্বিন। শুক্রবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে অশ্বিনের পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কথা নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।
আইসিসির আইনে বলা আছে, কনকাশন বা করোনা ভাইরাস আক্রান্ত হওয়া ছাড়া যদি কোনো খেলোয়াড় খেলার মাঝখানে নিজেকে সরিয়ে নেন, তাহলে তার বিকল্প ক্রিকেটার নামানো যাবে। তবে তিনি শুধু ফিল্ডিং করতে পারবেন। ব্যাট এবং বল করতে পারবেন না। সে হিসেবে বলাই যায়, ১০ জনের দল নিয়েই বাকি খেলা শেষ করতে হবে ভারতকে।
এদিকে বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘চ্যাম্পিয়ন ক্রিকেটার ও তার পরিবারকে বিসিসিআই অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। একজন খেলোয়াড় ও তার প্রিয়জনের সুস্বাস্থ্য ও ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমরা অশ্বিন ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।’
বিসিসিআই আরও জানায়, বোর্ড এবং দল অশ্বিনকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখবে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের জন্য যোগাযোগের লাইন উন্মুক্ত রাখবে। টিম ইন্ডিয়া এই সংবেদনশীল সময়ে ভক্ত এবং মিডিয়ার বোঝাপড়া এবং সহানুভূতির প্রশংসা করে।’ তাই বাকি তিন দিনে অশ্বিনের অনুপস্থিতিতে স্পিনের গুরু দায়িত্ব পালন করতে হবে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে।
তবে ম্যাচের মাঝ পথেই রাজকোট টেস্ট থেকে সরিয়ে দাঁড়িয়েছেন তিনি। ফলে ১০ জনের দল নিয়ে ম্যাচটি শেষ করতে হতে পারে ভারতকে। পরিবারের কোনো সদস্যের গুরুতর অসুস্থতার জন্য মূলত রাজকোট টেস্টে আর খেলবেন না অশ্বিন। শুক্রবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে অশ্বিনের পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কথা নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।
আইসিসির আইনে বলা আছে, কনকাশন বা করোনা ভাইরাস আক্রান্ত হওয়া ছাড়া যদি কোনো খেলোয়াড় খেলার মাঝখানে নিজেকে সরিয়ে নেন, তাহলে তার বিকল্প ক্রিকেটার নামানো যাবে। তবে তিনি শুধু ফিল্ডিং করতে পারবেন। ব্যাট এবং বল করতে পারবেন না। সে হিসেবে বলাই যায়, ১০ জনের দল নিয়েই বাকি খেলা শেষ করতে হবে ভারতকে।
এদিকে বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘চ্যাম্পিয়ন ক্রিকেটার ও তার পরিবারকে বিসিসিআই অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। একজন খেলোয়াড় ও তার প্রিয়জনের সুস্বাস্থ্য ও ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমরা অশ্বিন ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।’
বিসিসিআই আরও জানায়, বোর্ড এবং দল অশ্বিনকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখবে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের জন্য যোগাযোগের লাইন উন্মুক্ত রাখবে। টিম ইন্ডিয়া এই সংবেদনশীল সময়ে ভক্ত এবং মিডিয়ার বোঝাপড়া এবং সহানুভূতির প্রশংসা করে।’ তাই বাকি তিন দিনে অশ্বিনের অনুপস্থিতিতে স্পিনের গুরু দায়িত্ব পালন করতে হবে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে।