এবার বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কামিশপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তিনি কারাগার থেকে বের হন।
তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে ২১ জানুয়ারি বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে ১২টি মামলায় জামিন আবেদন গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি করতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতকে (সিএমএম) আদেশ দেন হাইকোর্ট।
আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে এ আদেশ পালন করতে বলেন আদালত। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতার অভিযোগে মির্জা আব্বাস ও এ্যানির বিরুদ্ধে এসব মামলা হয়।
তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে ২১ জানুয়ারি বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে ১২টি মামলায় জামিন আবেদন গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি করতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতকে (সিএমএম) আদেশ দেন হাইকোর্ট।
আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে এ আদেশ পালন করতে বলেন আদালত। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতার অভিযোগে মির্জা আব্বাস ও এ্যানির বিরুদ্ধে এসব মামলা হয়।