চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। খুলনা টাইগার্সের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। তবে বিপিএলে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাহির। অভিযোগ করেছেন, এর আগে সিলেটের হয়ে খেলতে এসে এক টাকাও পাননি তিনি।
গতকাল মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচ খেলে সাময়িক বিরতি নিয়েছেন ইমরান তাহির। মূলত আইএল টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে খেলার জন্যই ছুটি নিয়েছেন তিনি। তবে ওই টুর্নামেন্ট শেষ করে আবারও বিপিএলে তার ফেরার বিষয়টি জানা গেছে।
এক সাক্ষাৎকারে ইমরান তাহির বলেন, ২০১৯ বিপিএলে সিলেটের হয়ে খেলতে এসেছিলাম। কিন্তু এখানে খেলতে আসার অভিজ্ঞতা আমার ভালো ছিল না। সিলেটের হয়ে খেলতে আসলেও দল আমাকে ভালোভাবে গ্রহণ করেনি। তারা আমাকে এক টাকাও দেয়নি। এই কারণে কখনও বিপিএলে খেলতে আসতে চাইনি। মাঝে অনেক প্রস্তাব পেয়েছি।
এদিকে দীর্ঘ চার বছর পর বিপিএলে খেলতে এসেছেন তিনি। রংপুরের হয়ে খেলতে আশা নিয়ে তিনি বলেন, তবে রংপুর এসব দিক থেকে ভিন্ন। তারা অনেক পেশাদার। তিনি আরও বলেন. পাঁচ উইকেট পাওয়াটা দারুণ, অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। আমাকে সুযোগ দেয়ায় রংপুরকে ধন্যবাদ। আমি সব খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টকে অভিনন্দন জানাই।
এদিকে দুই ম্যাচ খেলে আবার চলে যাওয়ার বিষয়ে তাহির বলেন, আশা করি তাদের একা লাগবে না। দক্ষিণ আফ্রিকায় খেলে এখানে আসা আবার এখান থেকে আরেক জায়গায় যাওয়া, কাজটা সহজ নয়। আগামী ২-৩ ম্যাচ আমি মিস করব, তবে আমি আবার ফিরব।
গতকাল মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচ খেলে সাময়িক বিরতি নিয়েছেন ইমরান তাহির। মূলত আইএল টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে খেলার জন্যই ছুটি নিয়েছেন তিনি। তবে ওই টুর্নামেন্ট শেষ করে আবারও বিপিএলে তার ফেরার বিষয়টি জানা গেছে।
এক সাক্ষাৎকারে ইমরান তাহির বলেন, ২০১৯ বিপিএলে সিলেটের হয়ে খেলতে এসেছিলাম। কিন্তু এখানে খেলতে আসার অভিজ্ঞতা আমার ভালো ছিল না। সিলেটের হয়ে খেলতে আসলেও দল আমাকে ভালোভাবে গ্রহণ করেনি। তারা আমাকে এক টাকাও দেয়নি। এই কারণে কখনও বিপিএলে খেলতে আসতে চাইনি। মাঝে অনেক প্রস্তাব পেয়েছি।
এদিকে দীর্ঘ চার বছর পর বিপিএলে খেলতে এসেছেন তিনি। রংপুরের হয়ে খেলতে আশা নিয়ে তিনি বলেন, তবে রংপুর এসব দিক থেকে ভিন্ন। তারা অনেক পেশাদার। তিনি আরও বলেন. পাঁচ উইকেট পাওয়াটা দারুণ, অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। আমাকে সুযোগ দেয়ায় রংপুরকে ধন্যবাদ। আমি সব খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টকে অভিনন্দন জানাই।
এদিকে দুই ম্যাচ খেলে আবার চলে যাওয়ার বিষয়ে তাহির বলেন, আশা করি তাদের একা লাগবে না। দক্ষিণ আফ্রিকায় খেলে এখানে আসা আবার এখান থেকে আরেক জায়গায় যাওয়া, কাজটা সহজ নয়। আগামী ২-৩ ম্যাচ আমি মিস করব, তবে আমি আবার ফিরব।