চলতি বিপিএলে এসে দুই ম্যাচ খেলেই আবার বিরতি নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। আইএলটি-২০ খেলতে সংযুক্ত আরব আমিরাত গিয়েছেন তিনি। যার কারণেই বিপিএল থেকে ছুটি নিয়েছেন তাহির। আইএলটি-২০'র দল মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে খেলবেন তাহির। সেখানে তার দল কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে।
আজ বুধবার ১৪ ফেব্রুয়ারি মুম্বাইয়ের প্রতিপক্ষ গালফ জায়ান্টস। এই ম্যাচ জিতলে ফাইনাল নিশ্চিত করবে মুম্বাই। আর হারলে ১৫ ফেব্রুয়ারি খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতলে আবার অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত। যা অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারি।
তবে তাহির জানিয়েছেন, আইএলটি-২০ শেষ করে আবারো বিপিএলে ফিরবেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে তার দল রংপুরকে শুভেচ্ছাও জানিয়ে গেছেন।
এদিকে তাহির বলেন, 'পাঁচ উইকেট পাওয়াটা দারুণ, অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। আমাকে সুযোগ দেয়ায় রংপুরকে ধন্যবাদ। আমি সব খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টকে অভিনন্দন জানাই।'
তিনি আরও বলেন, 'আশা করি তাদের একা লাগবে না। দক্ষিণ আফ্রিকায় খেলে এখানে আসা আবার এখান থেকে আরেক জায়গায় যাওয়া, কাজটা সহজ নয়। আগামী ২-৩ ম্যাচ আমি মিস করব, তবে আমি আবার ফিরব।'
আজ বুধবার ১৪ ফেব্রুয়ারি মুম্বাইয়ের প্রতিপক্ষ গালফ জায়ান্টস। এই ম্যাচ জিতলে ফাইনাল নিশ্চিত করবে মুম্বাই। আর হারলে ১৫ ফেব্রুয়ারি খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতলে আবার অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত। যা অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারি।
তবে তাহির জানিয়েছেন, আইএলটি-২০ শেষ করে আবারো বিপিএলে ফিরবেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে তার দল রংপুরকে শুভেচ্ছাও জানিয়ে গেছেন।
এদিকে তাহির বলেন, 'পাঁচ উইকেট পাওয়াটা দারুণ, অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। আমাকে সুযোগ দেয়ায় রংপুরকে ধন্যবাদ। আমি সব খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টকে অভিনন্দন জানাই।'
তিনি আরও বলেন, 'আশা করি তাদের একা লাগবে না। দক্ষিণ আফ্রিকায় খেলে এখানে আসা আবার এখান থেকে আরেক জায়গায় যাওয়া, কাজটা সহজ নয়। আগামী ২-৩ ম্যাচ আমি মিস করব, তবে আমি আবার ফিরব।'