শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩২০ রানের হার না মানা ইনিংস খেলেছেন বিকেএসপির ব্যাটার রিফাত বেগ। অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে এটাই বাংলাদেশি কোন ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরি।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টটির সেমিফাইনালে প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয় ঢাকা। জবাবে ৫৪৯ রানে অলআউট হয় বিকেএসপি। ওপেনিংয়ে নেমে ৬৫০ মিনিট ক্রিজে থেকে ৪৮৩ বলে ৩২০ রান অপরাজিত থাকেন রিফাত।
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩৪ রানের ইনিংসটি তামিম ইকবালের। দ্বিতীয় সর্বোচ্চ রকিবুল হাসানের ৩১৩, এরপরই আছে নাসির হোসেনের ২৯৫ রানের ইনিংস।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টটির সেমিফাইনালে প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয় ঢাকা। জবাবে ৫৪৯ রানে অলআউট হয় বিকেএসপি। ওপেনিংয়ে নেমে ৬৫০ মিনিট ক্রিজে থেকে ৪৮৩ বলে ৩২০ রান অপরাজিত থাকেন রিফাত।
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩৪ রানের ইনিংসটি তামিম ইকবালের। দ্বিতীয় সর্বোচ্চ রকিবুল হাসানের ৩১৩, এরপরই আছে নাসির হোসেনের ২৯৫ রানের ইনিংস।