বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে ভিড় ছুটছেন মুসল্লিরা। রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকেই দলে দলে মুসল্লিরা আসতে শুরু করেন। অনেকেই মধ্যরাতে রওয়ানা হয়ে ফজরের নামাজে অংশ নিয়েছেন। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনার কথা রয়েছে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদের।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। শেষ পর্বের ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাস, ট্রেন, ট্রাক, লঞ্চ, নৌকাযোগে আবার কেউবা পায়ে হেঁটে ইতোমধ্যেই দলে দলে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এমন ঢল অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশকিছু নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ রয়েছে ইজতেমা ময়দানের আশপাশের সড়কে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম জানান, প্রথম পর্বের মতো এ পর্বেও নিরাপত্তা ব্যবস্থা একইভাবে অব্যাহত রয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। শেষ পর্বের ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাস, ট্রেন, ট্রাক, লঞ্চ, নৌকাযোগে আবার কেউবা পায়ে হেঁটে ইতোমধ্যেই দলে দলে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এমন ঢল অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশকিছু নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ রয়েছে ইজতেমা ময়দানের আশপাশের সড়কে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম জানান, প্রথম পর্বের মতো এ পর্বেও নিরাপত্তা ব্যবস্থা একইভাবে অব্যাহত রয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা।