এবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে জালাল মন্ডল (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ইজতেমা ময়দানে তার মৃত্যু হয়। দ্বিতীয় পর্বের এ ইজতেমা শুরুর আগে ও পরে ৮ মুসল্লির মৃত্যু হলো।
মৃত জালাল মন্ডল সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মৃত বেলায়েত মন্ডলের ছেলে। এদিন দুপুরে ইজতেমায় আসার পথে বাসের ধাক্কায় লক্ষ্মীপুরের রামগতির আবুল কাশেম (৬৫) নামে এক মুসল্লি নিহত হয়েছিলেন।
এদিকে মারা যাওয়া বাকি মুসল্লিরা হলেন- শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫),
দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০) ও জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালের চর গ্রামের নবীর উদ্দিন (৬৫)। মারা যাওয়া অন্য দুইজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।
মৃত জালাল মন্ডল সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মৃত বেলায়েত মন্ডলের ছেলে। এদিন দুপুরে ইজতেমায় আসার পথে বাসের ধাক্কায় লক্ষ্মীপুরের রামগতির আবুল কাশেম (৬৫) নামে এক মুসল্লি নিহত হয়েছিলেন।
এদিকে মারা যাওয়া বাকি মুসল্লিরা হলেন- শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫),
দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০) ও জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালের চর গ্রামের নবীর উদ্দিন (৬৫)। মারা যাওয়া অন্য দুইজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।